পুলিশের কাজে বাধা দেওয়ায় সীতাকুণ্ড বিএনপির ৩৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পুলিশের কাজে বাধা দেওয়ায় সীতাকুণ্ড বিএনপির ৩৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
পুলিশের কাজে বাধা দেওয়ায় সীতাকুণ্ড বিএনপির ৩৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ডে পুলিশের কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি বিনষ্ট ও সড়কে ককটেল বিস্ফোরণ করার অভিযোগে বিএনপির প্রায় ৩৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩১ আগস্ট) রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক নির্মল ত্রিপুরা ও এমরান হোসেন বাদী হয়ে এসব মামলা করেন।

জানা গেছে, জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে দুই নেতার মৃত্যুর প্রতিবাদে গত মঙ্গলবার বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে সীতাকুণ্ড উপজেলা বিএনপি। এ সময় বিএনপি নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করলে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মিছিল থেকে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

পরে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ইটপাটকেল ছোড়ে ও সরকারি কাজে বাধা দেয়। এ সময় ইটপাটকেলের আঘাতে পুলিশের (সরকারি) সম্পদের ক্ষতি হয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ৪৮ জনসহ অজ্ঞাত ৩৫০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে জানান তিনি । 

খালেদ / পোস্টকার্ড ;