বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সীতাকুণ্ডে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন, লাগানো হবে ২৬ হাজার চারা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সীতাকুণ্ডে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন, লাগানো হবে ২৬ হাজার চারা

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সারাদেশে এক কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে সীতাকুণ্ডে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কর্মসূচীর উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম।

প্রশাসনের আয়োজনে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের সহযোগিতায় ২০,৩২৫টি চারা ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে আরো ৫৭০০টি চারা রোপন কার্যক্রমের উদ্বোধনকালে এমপি দিদারুল আলম বিভিন্ন সংগঠনকে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা হস্তান্তর করেন। কর্মসূচীতে উপস্থিত থেকে সহযোগিতা করেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের কুমিরা রেঞ্জ।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, কুমিরা রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার দত্ত, উপকুলীয় রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম, আ’লীগ নেতা জাহাঙ্গীর ভূঁইয়াসহ অনেকে।