১০ শয্যার আইসোলেশন সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে , রোগী ভর্তি শুরু

১০ শয্যার আইসোলেশন সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে , রোগী ভর্তি শুরু

পোস্টকার্ড ডেস্ক ।।

চট্টগ্রামের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার আইসোলেশন চালু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) এই আইসোলেশনে প্রথম রোগি ভর্তি করানোর মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নুর উদ্দিন রাশেদ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, গত মার্চ মাস থেকেই সীতাকুণ্ড হাসপাতালে আইসোলেশন করার প্রক্রিয়া শুরু করেছি আমি। কিন্তু এখানে করোনা পজেটিভ হওয়া রোগিদের বেশিরভাগেরই শরীরে কোন উপসর্গ বা জটিল সমস্যা না থাকায় তাদেরকে ঘরে রেখেই আমরা নির্দেশনা দিয়ে চিকিৎসা করিয়েছি। এতে সুফল আসতে থাকায় অযথা রোগিদের হাসপাতালে ভর্তি করাইনি। কিন্তু ক্রমশ রোগী বাড়তে থাকায় এখন হাসপাতালের ১০ শয্যা আইসোলেশনেও রোগী ভর্তি রাখার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আইসোলেশনে করোনায় আক্রান্ত রোগীদেরই রাখা হবে। সাধারণ ওয়ার্ডের রোগীদের সাথে এসব রোগিরা মিশবেন না। আজ বৃহস্পতিবার আইসোলেশনের কার্যক্রম শুরুর পর দুপুর পর্যন্ত ৫ জন রোগী ভর্তি হয়েছে। তবে এখানে আইসিইউ সাপোর্ট দেয়া যাবে না। প্রাথমিক পর্যায়ে অক্সিজেন দিয়ে গুরুতর রোগীদের চমেকে পাঠাবেন তারা। যাদের অবস্থা খুব আশংকাজনক নয় তাদেরকেই এখানে রাখা হবে।

প্রসঙ্গত, সীতাকুণ্ডে সম্প্রতি করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। গত ৬ দিনে এখানে মোট ১২ জন উপসর্গ নিয়ে মারা গেছে। সর্বশেষ বৃহস্পতিবার সকালেও এক যুবক শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ফৌজদারহাট বিআইটিআইডিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।