বিদ্যুৎস্পৃষ্টে সীতাকুণ্ডে রাজমিস্ত্রির মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে সীতাকুণ্ডে রাজমিস্ত্রির মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে সীতাকুণ্ডে রাজমিস্ত্রির মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি।।

বিদ্যুৎস্পৃষ্টে সীতকুণ্ডে মো. রাজিব নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আকবর নামে আরেক শ্রমিক। 

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ (গোলাবাড়িয়া) গ্রামের ফোরক ভূইঁয়ার বাড়ির মহিউদ্দিনের ঘরে কাজ করার সময় এই ঘটনা ঘটে।

রাজিব ওই এলাকার জহুরুল আলমের ছেলে। 

স্থানীয়রা জানান, মহিউদ্দিন নামের এক প্রবাসীর বিল্ডিংএ রাজমিস্ত্রির কাজ করছিলেন রাজীবসহ আরও কয়েকজন। এ সময় লোহার একটি রডকে উপরের দিকে তুলতে গিয়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে লেগে মারাত্মকভাবে আহত হন তিনি। একই ঘটনায় আকবর নামের আরও এক ব্যক্তি আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, বিদ্যুৎস্পৃস্টে আহত দুই ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। আহত অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড;