সীতাকুণ্ডের ভাটিয়ারীতে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প পরিদর্শনে এমপি দিদার

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প পরিদর্শনে এমপি দিদার
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প পরিদর্শনে এমপি দিদার

সীতাকুণ্ড প্রতিনিধি।।

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বুধবার উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন জঙ্গল ভাটিয়ারী এলাকায় নির্মানাধীন এসব ঘরগুলো পরিদর্শন করেন তিনি।

এসময় দিদারুল আলম এমপি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করে। চট্টগ্রাম জেলা প্রশাসন তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল দফতরের কর্মকর্তা-কর্মচারীরা এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরর মধ্যে সমন্বয় সাধন করে গৃহনির্মাণ কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। অথচ, প্রধানমন্ত্রীর প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ একটি গোষ্ঠী বিতর্কিত করতে মাঠে নেমেছে।’

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

সীতাকুণ্ড উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ও নির্মাণাধীন গৃহসমূহের গুণগত মান ঠিক আছে কি না- তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য তিনি ভাটিয়ারী আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন, দেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান পিএইচপি গ্রুপের পরিচালক ইকবাল চৌধুরী, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দিন, ৬নং ওয়ার্ড মেম্বার অহিদুল আলম, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহাম্মদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খালেদ / পোস্টকার্ড ;