বন্দরের ট্রাক ২০২৫ সালে কেউ শহরে দেখবে না :বন্দর চেয়ারম্যান

বন্দরের ট্রাক ২০২৫ সালে কেউ শহরে দেখবে না :বন্দর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক ।।

শহরে বন্দরের ট্রাক নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হবে না জানিয়ে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ বলেন, চট্টগ্রামে বন্দরের ট্রাক নিয়ে সকলের নানা আপত্তি আছে। কিন্তু আমি কথা দিচ্ছি, আপনারা লিখে রাখতে পারেন, ২০২৫ সালে কেউ বন্দরের ট্রাক শহরে দেখবে না।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বন্দর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন বন্দর চেয়ারম্যান।

বন্দর চেয়ারম্যান বলেন, ‘চট্টগ্রামের পরিচয় হলো বন্দর নগরী। বন্দর নগরী যেহেতু, এখানে ট্রাক আসবেই। তাই চট্টগ্রাম পোর্টের সাথে বে-টার্মিনালের একটা সংযোগ সড়ক নিয়ে আমরা পরিকল্পনা করছি। এ সংযোগ সড়ক হওয়ার কারণে পোর্টের সমস্ত ট্রাক চলে যাবে বে-টার্মিনালে। বে-টার্মিনালে ৮ হাজার ট্রাকের একটি ট্রাক টার্মিনাল করা হবে। ওখান থেকে ট্রাকগুলো সরাসরি দেশের সব জেলায় চলে যাওয়ার জন্য আলাদা রোড হবে। তাই ট্রাকগুলো আর পোর্টেও ঢুকবে না। তাই আমি আপনাদের কথা দিচ্ছি, ২০২৫ সালে নগরীতে কেউ আর ট্রাক দেখবে না।’

উল্লেখ্য, এলিভেটর এক্সপ্রেস ওয়ে’তে ট্রাক চলাচলের রাস্তা যেন ছোট না হয়। তাই বন্দর এলিভেটর এক্সপ্রেস নিয়ে একটি লে-আউট তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এলিভেটর এক্সপ্রেস ওয়ের রাস্তার নকশা ও তার বাস্তবায়ন করলে নগরীর সড়ক দূর্ভোগ কমে যাবে বলে আশা করে চট্টগ্রাম বন্দর।