'বাংলাদেশ' ভারতের ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে : শ্রিংলা

'বাংলাদেশ' ভারতের ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে : শ্রিংলা
'বাংলাদেশ' ভারতের ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে : শ্রিংলা

পোস্টকার্ড ডেস্ক ।। 

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন ভারতের ভ্যাকসিন দেওয়ার  ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়া হবে   ।

বুধবার (১৯ আগস্ট) ভারত-বাংলাদেশ সচিব পর্যায়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

শ্রিংলা বলেন, ভারতের উৎপাদন করা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। কোভিড পরবর্তী সম্পর্কোন্নয়নে বাংলাদেশকে গুরুত্ব দিয়েছে ভারত।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, করোনাকালে ভারতীয় পররাষ্ট্র সচিবের সফর দিল্লীর সৌহার্দ্যের নজির। ভারত বিশেষ ভিসা সুবিধা দেয়ারও আশ্বাস দিয়েছে। এ সময় রোহিঙ্গা নিয়েও আলোচনা হয় বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব।