বাংলাদেশের রাজনীতিতে হেফাজত কোন পথে যাবে ?- নূরুন্নবী আলী

বাংলাদেশের রাজনীতিতে হেফাজত কোন পথে যাবে ?- নূরুন্নবী আলী

হেফাজতে ইসলাম বাংলাদেশ - কওমি মাদ্রাসা ভিত্তিক একটি অরাজনৈতিক সংগঠন ! ২০১০ সালের ১৯ মে প্রতিষ্ঠার পর হেফাজতে ইসলাম সদ্য প্রয়াত মরহুম আল্লামা আহমদ শফি 'র নেতৃত্বাধীন পরিচালিত হয়ে আসছিল !

বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়া এই সংগঠন ২০১৩ সালের ৫ মে কথিত নাস্তিক বিরোধী আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসেন , সংগঠনের মূল নীতিতে দেশে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহন করবে না বলে সিদ্ধান্ত থাকলেও এই হেফাজত ইসলাম কে নিয়ে বার বার রাজনীতির কলকাঠি নাড়া হয়েছিল !

২০১৩ সালের ৫ মে ' র সেই মতিঝিল সমাবেশের নেপথ্যে ছিল জামাত , যা পরবর্তীতে হেফাজতের একটি পক্ষ চাপিয়ে রাখলেও অন্য পক্ষ ফাঁস করে দেয় ! বাংলাদেশের স্বাধীনতাত্তোর কাল হতে বিভিন্ন ইসলামী সংগঠন উত্থান পতনের মধ্যে ছিল অথচ মাত্র দশ বছরের কাছাকাছি সময়ে হেফাজত ভাল অবস্থান তৈরী করেছিল, ইসলামী অনেক সংগঠন হেফাজতের অধীনে চলে আসছিল !

মরহুম আল্লামা আহমদ শফি , পুত্র আনাস মাদানী সহ হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে সরকারের সাথে কওমি সনদ , কওমি শিক্ষা বোর্ড গঠন এবং সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী কে শোকরানা মাহফিল দিয়ে সংবর্ধনা প্রদান করেন ! হেফাজতের একটি পক্ষ তার বিপক্ষে অবস্থান নেয় ! হাটহাজারী মাদ্রাসায় ছাত্র আন্দোলন , মরহুম আল্লামা আহমদ শফির মৃত্যু পরবর্তী কে হবেন হেফাজত প্রধান তা আলোচনার বিষয় ছিল ! আজ সম্মেলনে নির্ধারিত হবে কে হবেন আমীর ? ইতিমধ্যে সম্মেলন কে কেন্দ্র করে দুটি গ্রুপ সৃষ্টি হয়ে গেছে !

সংবাদ সম্মেলন করে সম্মেলন আহবানকারী বা আয়োজকদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ! এক পক্ষ মনে করে আল্লামা আহমদ শফির মৃত্যু স্বাভাবিক হয়নি , প্রতিবাদ সংবাদ সম্মেলনে আল্লামা আহমদ শফির স্বজনরাও যোগ দেয় ! সম্প্রতি হেফাজতের ফ্রান্স বিরোধী বিক্ষোভে নিষিদ্ধ ঘোষিত জামাত নেতাদের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্বদান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চলমান আছে !

এদিকে হেফাজতের কিছু নেতার বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে করা সাম্প্রতিক বক্তব্যে ফুঁসছে আওয়ামী লীগ , ১৪ দল সহ কিছু প্রগতিশীল সংগঠন , তারা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছে ! এতদিন বিএনপি জামাত কে হেফাজতের পিছনে ছুটতে দেখেছি এবার হেফাজত কি তাহলে বিএনপি জামাতের পেটে ঢুকে যাবে ? নাকি নিজেদের স্বকীয়তা বজায় রাখবে ? দলের আমীর বা মহাসচিব কে হবেন ? উত্তর জানা যাবে আজ সম্মেলনের পর !!

নূরুন্নবী আলী, প্রবাসী সাংবাদিক।                                 

লন্ডন ১৫ মে ২০২০