বেশী দামে ওষুধ বিক্রি করায় জ‌রিমানা

বেশী দামে ওষুধ বিক্রি করায় জ‌রিমানা
বেশী দামে ওষুধ বিক্রি করায় জ‌রিমানা

নিজস্ব প্রতিবেদক।।

বায়ে‌জিদ মে‌ডিকো নামের চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায় এক  ফার্মেসি ওষুধের দাম দুই’শ বেশি নেয়াতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে প্রমাণসহ অভিযোগ করে এক ভোক্তা।

আজ  শনিবার (২ মে)  অ‌ভি‌যোগের প্রেক্ষিতে বেশি দামে ওষুধ বিক্রি, মেয়াদবিহীন কাটা ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ, ৭ হাজার ৫০০ টাকা পেলেন ভুক্তভোগী ভোক্তা। অ‌ভি‌যোগকারী‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৭৬(৪) ধারা মোতা‌বেক আদায়কৃত জ‌রিমানার ২৫ শতাংশ দেওয়া হয়ে‌ছে। বেআইনি ওষুধ ধ্বংস করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপ‌লিটন পু‌লি‌শের সহায়তায় অ‌ধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপ‌রিচালক ‌মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহ, সহকারী প‌রিচালক (মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

এসময় চকবাজা‌রের চৌধুরী ট্রেডার্সকে মূল‌্যতা‌লিকা প্রদর্শন না করায় ৫ হাজার, একই অপরা‌ধে আবু বক্কর স্টোরকে ৫ হাজার, শফিকের মাংসের দোকানকে ২ হাজার টাকা জ‌রিমানাসহ সতর্ক করা হয়। এসকেআই ট্রেডিংকে ২৫০ টাকায় আদা বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ম‌দিনা ফা‌র্মেসি‌কে মেয়াদবিহীন কাটা ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন‌্য সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জ‌রিমানাসহ ব‌র্ণিত ওষুধ ধ্বংস করা হয়। মূল‌্যতা‌লিকা প্রদর্শন না করা ও ২৯০ টাকায় আদা, ১৮০ টাকায় রসুন বিক্রি ও অননু‌মো‌দিত এনা‌র্জি ড্রিংক (‌রেডবুল) বিক্রির জন‌্য সংরক্ষণ করায় ওআর নিজাম রো‌ডের গ্রিন স্টোর‌কে ২৫ হাজার টাকা জ‌রিমানাসহ ৯‌ বোতল এনা‌র্জি ড্রিংক ধ্বংস করা হয়।