বৃহত্তর চট্টগ্রামের ১৫ পৌরসভায় নির্বাচন ডিসেম্বরে

বৃহত্তর চট্টগ্রামের ১৫ পৌরসভায় নির্বাচন ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক ।।

আগামী ডিসেম্বর মাসে বৃহত্তর চট্টগ্রামের ১৫ পৌরসভায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই ব্যাপারে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে প্রয়োজনীয় তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। আর তার প্রেক্ষিতে যেসব পৌরসভার মেয়াদ ডিসেম্বরে পূর্ণ হতে যাচ্ছে এবং নির্বাচন কবে করতে হবে তার বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস।

চট্টগ্রামের যেসব পৌরসভায় ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে সে গুলো হলো পটিয়া, রাউজান, সন্দ্বীপ, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, মীরসরাই, বারইয়ারহাট, রাঙ্গুনিয়া, সীতাকুন্ড, খাগড়াছড়ি সদর, মাটিরাঙা, রাঙামাটি সদর, বান্দরবান সদর ও লামা পৌরসভা।

সর্বশেষ পৌরসভা নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ডিসেম্বরে। আর বেশিরভাগের মেয়র ও কাউন্সিলররা পরের বছর (২০১৬ সাল) জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে শপথ নেন। আর ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে হিসেবে আগামী বছরের ফেব্রুয়ারিতে এসব পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে। এই ব্যাপারে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান আজাদীকে জানান, কমিশন থেকে আমাদের কাছে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদগুলোর তথ্য চাওয়া হয়েছিল। নির্বাচনকে সামনে রেখে কমিশন থেকে এসব তথ্য চাওয়া হয়, এটা রুটিন ওয়ার্ক। এসব তথ্যের উপর নির্ভর করে কমিশন নির্বাচনের তারিখ ঘোষনা করবে। চট্টগ্রামে ডিসেম্বরে বেশ কয়েকটি পৌরসভার নির্বাচন হতে পারে। তবে নভেম্বর থেকে দেশে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহত্তর চট্টগ্রামের ১৫টিসহ সারাদেশের প্রায় আড়াইশ পৌরসভায় ভোট গ্রহণের জোর প্রস্ততি চলছে নির্বাচন কমিশনে (ইসি)। চলতি বছরের অক্টোবর থেকে বিভিন্ন কারণে শূন্য হওয়া আসনের পৌরসভার নির্বাচন শুরু হবে।

জানা যায়, এসব পৌরসভাতে ভোট গ্রহণের জন্য সমপ্রতি ইসির কমিশন বৈঠক থেকে নির্দেশনা আসে। আর একদিনে ভোট করার চিন্তা করছে ইসি। পৌরসভা এলাকাগুলোতে সুবিধা বেশি থাকায় ইভিএমও ব্যবহার হবে বেশি। ২৩৪টি পৌরসভায় ভোটের চিন্তা করে ছক কষছে ইসি। তবে চূড়ান্ত তালিকায় এর পরিবর্তন আসতে পারে।