সীতাকুন্ডে শিক্ষকের বেত্রাঘাতে রক্তাক্ত ছাত্রী,শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন

সীতাকুন্ডে শিক্ষকের বেত্রাঘাতে রক্তাক্ত ছাত্রী,শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন
সীতাকুন্ডে শিক্ষকের বেত্রাঘাতে রক্তাক্ত ছাত্রী,শিক্ষিকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন

নিজস্ব প্রতিবেদক,সীতাকুন্ড।।

সীতাকুন্ডে রুমকি নামের এক ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে বেত্রাঘাত করে রক্তাক্ত করেছে এক শিক্ষিকা। মঙ্গলবার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করেছ স্কুল পরিচালনা কমিটি।

জানা যায়, স্কুলে ছাত্রীদের টাকা হারিয়ে যাওয়ার ঘটনা নিয়ে সন্দেহতীতভাবে বেত্রাঘাত করে খন্ডকালীন শিক্ষিকা সাহানাজ পারভিন সূমী। এ সময় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েও ক্লাশ শেষ করে শিক্ষার্থী। পরে ছাত্রীর কাছ থেকে ঘটনাটি জানতে পেরে চিকিৎসকের স্বরনাপন্ন হন পরিবার। এ ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষকের বিরুদ্ধে স্কুল পরিচালনা কমিটি প্রসাশনিক ব্যবস্থা গ্রহন করেছে বলে জানান স্কুল পরিচালনা কমিটি সাধারন সম্পাদক ও প্রধান শিক্ষক ।

বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইসহাক বলেন,‘ টাকা হারিয়ে যাওয়া ছাত্রীদের অভিযোগে বেত্রাঘাত করেছে শিক্ষিকা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন গ্রহন করে স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা হাতে নেয়া হবে বলে জানান তিনি।