ভাসানচরে রোহিঙ্গাদের বদলে জায়গা পাচ্ছে গৃহহীনরা

ভাসানচরে রোহিঙ্গাদের বদলে জায়গা পাচ্ছে গৃহহীনরা
ভাসানচরে রোহিঙ্গাদের বদলে জায়গা পাচ্ছে গৃহহীনরা

পোস্টকার্ড ডেস্ক ।।

নতুন পরিকল্পনা করতে যাচ্ছে সরকার নোয়াখালীর ভাসানচর নিয়ে। রোহিঙ্গাদের সেখানে পাঠানোর কথা থাকলেও সে অবস্থান থেকে সরে আসতে যাচ্ছে। এখন সেখানে ঠাঁই পাবে দেশের গৃহহীন মানুষ। এমন কথাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার ভাসানচর পরিদর্শন করে এসেছেন মন্ত্রী। শনিবার গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় নতুন এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, ‘ভাসানচরের মতো এতো সুন্দর জায়গা রোহিঙ্গাদের দিয়ে নষ্ট করতে চাই না। মনে হলো, ওখানে নতুন সিঙ্গাপুর তৈরি হচ্ছে। দারুণ একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশে।’

‘রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো উচিত নয়’ মন্তব্য করে আব্দুল মোমেন বলেন, ‘এত সুন্দর জায়গা, কেন রোহিঙ্গাদের পাঠানো হবে? বরং দেশের কিছু মানুষকে সেখানে পাঠানো উচিত। এটা সত্যি খুব সুন্দর এবং সম্ভাবনার জায়গা।’

ড. মোমেন বলেন, ‘ভাসানচরে আপাতত কয়েকশ ঘর তৈরি করা হয়েছে। এটি নিয়মিত প্রক্রিয়া। আরও ঘর তৈরি হবে। রোহিঙ্গাদের সেখানে নেয়ার কোনো প্রয়োজন নেই। বরং আমাদের দেশে যাদের বাড়িঘর নেই তাদের পাঠানো উচিত। সে বিষয়টি আমি এখন ভাবব। রোহিঙ্গাদের পাঠিয়ে এত সুন্দর জায়গা নষ্ট করতে চাই না।’

ভাসানচরের নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, ‘এবারের বুলবুল ঘূর্ণিঝড়েও সেখানে কোনো ক্ষতি হয়নি। বরং কিছু লোক সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। গত কয়েক বছর ধরে সামুদ্রিক জলোচ্ছ্বাসের কোনো পানি সেখানে ঢোকেনি। দ্বীপজুড়ে ৩০ ফুট উঁচু বাঁধ দেয়া হয়েছে।’