রিচার্লিসনের জোড়া গোলে ব্রাজিলের অন্য রকম জয়

রিচার্লিসনের জোড়া গোলে ব্রাজিলের অন্য রকম জয়
রিচার্লিসনের জোড়া গোলে ব্রাজিলের অন্য রকম জয়

পোস্টকার্ড ডেস্ক ।।

ব্রাজিল প্রথম থেকেই সার্বিয়ার বিপক্ষে আক্রমণাত্বক। তবে রক্ষণভাগে সার্বিয়ান ডিফেন্ডারদের কাছে বারবার ব্যর্থ হতে হয় তিতের শিষ্যদের। যার ফলে গোলশূন্য অবস্থাতেই প্রথমার্ধ শেষ করেছে ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের পরিমাণ বাড়িয়ে দেয় মেইমাররা। শেষ পর্যন্ত সেই রক্ষণভাগ ভেঙে এক দুর্দান্ত গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। এই গোলের সুবাদে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। এর কিছুক্ষণ পর অপর আরেকটি গোল ব্রাজিলকে উপহার দেন এই রিচার্লিসনই। ফলে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেলেন নেইমাররা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত বাংলাদেশ সময় ১টায় লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।

ব্রাজিলের পক্ষে আজকের ম্যাচের ৬২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বিপক্ষ দলের জালে বল জড়ান ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। এরপর ৭১তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট থেকে দ্বিতীয়টি গোল করেন রিচার্লিসন।

বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। অবশ্য ব্রাজিলের বিশ্বকাপে প্রথম খেলায় হার মানার সংখ্যা একেবারে কম। তিন অক্ষরের ব্রাজিল নামের সেই দেশটি এখন সারা বিশ্বকে মাতিয়ে রাখছে। দীর্ঘদিনের বিশ্বকাপের ইতিহাস বলে, প্রথম খেলায় হোঁচট খেয়েছিল ব্রাজিল। সালটা ১৯৩০। হেরেছিল ১-২ গোলে, যুগোস্লাভিয়ার কাছে।

এর পর অবশ্য আবারও হেরে যায়। অর্থাৎ ১৯৩৪ সালে। স্পেনের কাছে ১-৩ গোলে। এরপর দেশটিকে আর প্রথম খেলায় হেরে যাওয়ার গ্লানি বহন করতে হয়নি। প্রতিবার প্রতিটি বিশ্বকাপে চমক দেখিয়ে জিতেছে প্রথম খেলায়। সেই ধারবাহিকতায় আজেও অবিচল তিতের শিষ্যরা। আজকের জয়ের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপে দারুণ শুরু হলো  ব্রাজিলের।
 

খালেদ / পোস্টকার্ড