নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত হতে হবে - নিবার্হী কর্মকর্তা মিল্টন রায়

নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত হতে হবে - নিবার্হী কর্মকর্তা মিল্টন রায়

সীতাকুন্ড প্রতিনিধি ।।

প্রথমিক শিক্ষা সমাপনী, তারপর জে.এস.সি,এরপর এস.এস.সি এবং উচ্চতর শিক্ষা। এভাবে একজন শিক্ষার্থী তার সঠিক লক্ষে পৌছে। আর এই লক্ষে পৌছতে অভিভাবকের অবশ্যই খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীরা কি নৈতিকত শিক্ষায় শিক্ষিত হচ্ছে কি না। কারণ শুধু জি,পি.এ-৫ পেয়ে শুধু শিক্ষিত হয়ে লাভ নাই,তাকে অবশ্যই নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। আর এই নৈতিক শিক্ষা লাভে শিক্ষকের থেকে অভিভাবকদের ভুমিকা অপরিসীম।”

গত বৃহস্পতিবার সকালে সীতাকুন্ড পৌরসদর পশ্চিম মহাদেরপুর আলম-সফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর ভুইয়ার সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের বিদায় উৎসবে উপরোক্ত কথা বলেন উপজেলা নিবার্হী অফিসার মিল্টন রায়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো.নুরুচ্ছফা,সহকারি শিক্ষা অফিসার মো.আলাউদ্দিন ও সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী। তানিসা নুর ও ছিদরাতুল মোনতাহা যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি শিক্ষক ইকবাল হোসেন টিপু,নাজমুর নাহার,কামরুন নাহার,আমেনা ও নাকি আক্তার,শিক্ষার্থীদের মধ্যে রাজিব,শাহজাদা,মালিহা ও তাসনিয়া তুসি। পবিত্র কোরবান তেলওয়াত করেন মো.সিয়াম ও গীতা পাঠ করেন মৃতিকা দাশ।

অপরদিকে উপজেলার বারৈয়াঢালা উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহেদুল আনোয়ার চৌধুরী‘র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার নাথের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো.দেলোয়ার,দাতা সদস্য তহিদুল আনোয়ার চৌধুরী স্বপন,মো.হাসেম,সাফিয়া খাতুন,ইব্রাহিম,সুমন। বক্তব্য রাখেন স্কুলের সহকারি শিক্ষক নারগিস আক্তার,শিউলি চৌধুরী,ইভা ধুম,মানিক নাথ,সাইমা আলম ও রিতা চক্রবর্তী।