সীতাকুণ্ডে অবৈধ অনুপ্রবেশকারী ৪৫ রোহিঙ্গা আটক

মোহাম্মদ আলাউদ্দীন ।।

সীতাকুণ্ডে অবৈধ অনুপ্রবেশকারী ৪৫ রোহিঙ্গা আটক

৪৫ রোহিঙ্গাকে আটক করেছে সীতাকুণ্ড পুলিশ ।

গোপন সূত্রের খবরে মঙ্গলবার রাত পৌনে ১ টার দিকে বিএম কন্টেইনার ডিপোর উত্তর পাশে কেশবপুর মোল্লাপাড়ায় মোবারক হোসেনের ভাড়া ঘর থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন,  মো. সাদ্দাম হোসেন (২০), মো. শাহ আলম (১৮), মো. তারেক (১৮),  সাদেক (১৯), আবু সাদেক (১৯), নুরুল হুদা (১৯), মোহামুদুল হাসান (১৫), মো. হারেজ (১৮), হামিদ হোসেন (১২), শামছু আলম (২৫), জানে আলম (২০), মো. শফিক (১৮), একরাম (২৬), মো. শফিক (২৭), শহীদুল আমিন (১৮), আসাদুজ্জামান (১৮), বেলাল (১৮), মো. হাশেস (১৮), ওসমান (১৮), নুরুল ইসলাম (১৮), মো. রফিক (১৯), আজিজুর রহমান (১৮), মো. ইদ্রিছ (১৯), মো. তাহের (১৮), আল কামাল (১৮), ওয়াসেত (১৮), ওসমান (১৮), আলফাজ (১৮), মো. ইদ্রিছ (১৮), ইয়াছিন আরাফাত (১২), মনছুর আলম (১৮), আবুল ফয়েজ (১৮), আইয়ুব (১৮), জোবায়ের (১৮), খোরশেদ আলম (১৮), মো. ইসমাইল (১৮), বশির আহমদ (১৮), মো. হারেজ (১৮), মো. আলম (১৮), হাছেন (১৮), রবিউল ইসলাম (২৫), রহিম উল্লাহ (১৮), মাহবুব আলম (১৮), শাহ আলম (১৯) ও রবিউল আলম (১৪)।

থানা সূত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা একদল রোহিঙ্গা সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত কেশবপুর মোল্লাপাড়া এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় একটি কারখানায় কাজ করছে বলে খবর পায় সীতাকুণ্ড থানা পুলিশ। এ খবরে কেশবপুর মোল্লাপাড়ায় মোবারক হোসেনের ভাড়া ঘর থেকে ৪৫ জনকে আটক করতে সক্ষম হয় সীতাকুণ্ড থানা পুলিশ।

আটক রোহিঙ্গাদের মধ্যে কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা বিগত কয়েকমাস ধরে একজন দুজন করেই এখানে সমবেত হয়ে স্থানীয় একটি প্রতিষ্ঠানে মাসিক ৮ হাজার টাকা বেতনে চাকরি করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানালেন সীতাকুণ্ড থানার ওসি মো. দেলওয়ার হোসেন। আটক ৪৫ জন রোহিঙ্গাকে বিকালে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) শামীম শেখ জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গা আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীতাকুণ্ডে আর কোথাও রোহিঙ্গারা অবস্থান করছে কিনা তা তদন্ত করে অভিযান অব্যাহত রাখার কথাও বললেন এ পুলিশ কর্মকর্তা।