সীতাকুণ্ডে কাউন্সিলর প্রার্থী নুরুল কবির দুলালকে প্রকাশ্যে হুমকি 

সীতাকুণ্ডে কাউন্সিলর প্রার্থী নুরুল কবির দুলালকে প্রকাশ্যে হুমকি 
সীতাকুণ্ডে কাউন্সিলর প্রার্থী নুরুল কবির দুলালকে প্রকাশ্যে হুমকি 

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

আসন্ন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীকে প্রকাশ্যে এলাকা ছাড়া করার হুমকি ও পোস্টার লাগাতে বাঁধা প্রদান করার অভিযোগ উঠেছে। 

২২ ডিসেম্বর সীতাকুণ্ড  পৌরসভার ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কাউন্সিলর প্রার্থীর নাম মোঃ নুরুল কবির দুলাল। তিনি আসন্ন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে লড়ছেন। 

গতকাল ২২ ডিসেম্বর বিকাল তিনটায় তিনি নির্বাচনী গণসংযোগে নামলে এক ব্যক্তি তাকে জনসম্মুখে এলাকার ছাড়ার হুমকি প্রদান করে এবং পোস্টার লাগাতে বাঁধা দেয়। এসময় হুমকি দাতা বারবার নুরুল কবির দুলালকে এলাকা ছাড়তে বলেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। এমনটি অভিযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী নুরুল কবির দুলাল। 

এসময় প্রার্থী নুরুল কবির দুলালের সাথে বিভিন্ন অনলাইন ও টিভি চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং তারা  ঘটনার প্রত্যক্ষদর্শী হন।

তিনি বলেন, ২২ ডিসেম্বর বিকাল বেলা আমি গণসংযোগে নামলে সে আমাকে বিভিন্ন অযৌক্তিক কথা বলে আমার পোস্টার লাগাতে বাঁধা দেয়। এক পর্যায়ে সে আমাকে এলাকা থেকে চলে যেতে বলে। এসময় সে আরো গংদের ফোন দিয়ে ডেকে আনে। পরে জনগণের তোপের মুখে পড়ে দৌঁড়ে পালিয়ে যায়। 

এলাকাবাসী বলেন, হুমকি দাতা একজন পেশাদার ডাকাত। সে উত্তর এয়াকুব নগর, সীতাকুণ্ড পৌরসভা নিবাসী আহমদ ছোবহান এর ছেলে মোহাম্মদ মহিউদ্দিন। তার বিরুদ্ধে কোন মামলা না থাকলেও তার ভাই মামুনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।

সাংবাদিক ও কাউন্সিলর প্রার্থী নুরুল কবির দুলাল বলেন, সংবাদ প্রকাশ ও ডাকাতির প্রতিবাদ করায় তার পিছনে লেগেছে তারা।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নুরুল কবির দুলাল। তিনি অবাধ ও নিরপেক্ষ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান এবং নির্বাচনে সন্ত্রাসীদের উত্থান বন্ধের জোর দাবি জানান।