সীতাকুণ্ডে পাঁচ ঘণ্টার ব্যবধানে তিন খুন, আতঙ্কে এলাকাবাসী

সীতাকুণ্ডে পাঁচ ঘণ্টার ব্যবধানে তিন খুন, আতঙ্কে এলাকাবাসী
সীতাকুণ্ডে পাঁচ ঘণ্টার ব্যবধানে তিন খুন, আতঙ্কে এলাকাবাসী

পোস্টকার্ড ডেস্ক।। 

 

পাঁচ  ঘণ্টার ব্যবধানে সীতাকুণ্ডে  নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতলা গ্রামে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন কুলিং কর্নার ব্যবসায়ী মো. আলমগীর হোসেন (৫৬)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি শীতলপুর বাজার দোকান থেকে বাড়ি ফেরার পথে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কুলিং কর্নার ব্যবসায়ী মো. আলমগীর হোসেন। একদল দুর্বৃত্ত তাকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বিএসবি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টা দিকে মৃত ঘোষণা করেন।

আলমগীর ওই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। স্ত্রী ও দুই মেয়ে সন্তান রয়েছে তার।এরপর  রাত ১১ টায় উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ছিন্নমূলের ৩ নং সমাজ লোকনাথ মন্দিরের পাশে ইমন (১৫)।  ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর জখমপ্রাপ্ত হয়। তাৎক্ষণিক  আহত জখমপ্রাপ্ত  ব্যক্তি'কে তার পরিবারের লোকজন উদ্ধার করে করে  চট্রগ্রাম সাউদার্ন মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমন মারা যায়।

ইমন বড়ইতলা, ছিন্নমূল সলিমপুর এলাকার  বাসিন্দা মো: সবুজের ছেলে। এর আগে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নে সন্ধায়  হত্যাকাণ্ডের শিকার হন নুর মোস্তফা বজল (৫০) নামের এক ব্যক্তি। তাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে চিহ্নিত ডাকাত তৌহিদ  ও তার দলবল।

এদিকে এক রাতে নির্বাচনের আগে  সীতাকুণ্ডে ৩ হত্যাকান্ডে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বেড়েছে আইনশৃঙ্খলাবাহীনির তৎপরতা। 

সীতাকুণ্ড থানার ওসি  (অফিসার ইনর্চাজ)  ভারপ্রাপ্ত মো. কামাল উদ্দিন বলেন, কে বা কারা এবং কি বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড হয়েছে তা তদন্ত করার পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের টিম কাজ করছে। 

 

খালেদ / পোস্টকার্ড ;