সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিভিন্ন গাছের চারা বিতরণ

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিভিন্ন গাছের চারা বিতরণ
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বিভিন্ন গাছের চারা বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

আলহাজ্ব দিদারুল আলম এমপি  ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যেগে বিভিন্ন ফল ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ইউপি পরিষদ কার্যলয়ে দেড় হাজার মানুষের মাঝে উক্ত চারা বিতরণ করা হয়।

”মুজিব বর্ষে বাংলাদেশ ফুলে ফলে ভরবে দেশ”এই স্লোগানে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দিনের সভাপতিত্বে চারা বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কামাল উদ্দিন, অহিদুল আলম, সালাউদ্দিন, রিপন। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, আওয়ামীলীগ নেতা ওসমান গনি নাঈম, আলমগীর, আইয়ুব আলী মাষ্টার, সানু, যুবলীগ নেতা মোঃ ফারুক, ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সদস্য আমজাদ হোসেন বাবলু, রাকিন,রানা, রাশেদ, রিমন প্রমুখ।

প্রধান অতিথি দিদারুল আলম বলেন, গাছ আমাদের পরম বন্ধু, গাছ গ্রিন হাউস প্রভাবকে প্রশমিত করে, মাটিতে জৈবপদার্থ যোগ করে মাটির উর্বরতা বাড়ায়, মাটির স্বাস্থ্য সুরক্ষা করে, বহুমুখী খাদ্যের জোগান দেয়, বিশুদ্ধ বাতাস দেয়। প্রধানমন্ত্রী মজিববর্ষ উপলক্ষে সারাদেশে ব্যাপক হারে বৃক্ষ রোপন কর্মসূচীর ঘোষনা করেছেন। তাই বেশি করে গাছ লাগিয়য়ে পরিবেশ বাচাঁতে এগিয়ে আসতে হবে।