সীতাকুন্ড পরিবার-পরিকল্পনা বিভাগের সেবা ও প্রচার সপ্তাহ-২২ উপলক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত

সীতাকুন্ড পরিবার-পরিকল্পনা বিভাগের সেবা ও প্রচার সপ্তাহ-২২ উপলক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত
সীতাকুন্ড পরিবার-পরিকল্পনা বিভাগের সেবা ও প্রচার সপ্তাহ-২২ উপলক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত

পোস্টকার্ড নিউজ ।।

সীতাকুণ্ডে সেবা ও প্রচার সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের  এডভোকেসি সভা অনুষ্ঠিত। 

"সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি" এই স্লোগানকে সামনে রেখে আজ  ১৫ ডিসেম্বর  (বৃহস্পতিবার) সেবা ও প্রচার সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সীতাকুণ্ডে একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রচার ও বাস্তবায়নে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

এসময় সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন।

পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. নাছরিন সোলতানা, উপজেলা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সীতাকুণ্ড উপজেলা প্রাইমারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সাদেক মস্তান প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক দীপক কান্তি ভট্টাচার্য সহ সংশিষ্ট কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারী। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো: শাহাদাত হোসেন বলেন, যোগ্যতার স্বাক্ষর রেখে সীতাকুণ্ডে পরিবার পরিকল্পনার কার্যক্রম মাঠ পর্যায়ে পৌঁছে দিচ্ছে এবং জনসংখ্যা বৃদ্ধির হারে লাগাম টেনে ধরার জন্য ধন্যবাদ। এসময় অন্যান্যরা  বলেন, আগামী ১৭-২২ ডিসেম্বর সপ্তাহব্যাপী সীতাকুণ্ডে কম অগ্রগতি সম্পন্ন ও দূর্গম এলাকায় অগ্রগতি বৃদ্ধির মাধ্যমে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি, গর্ভবতী সেবা, কৈশোরকালীন পুষ্টি সেবা, নবজাতক ও শিশু সেবা, বাল্যবিবাহ রোধে লক্ষ্যমাত্রা অর্জন, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির অপূর্ণ চাহিদা কমানো, পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, জনগনকে স্বল্প মেয়াদী প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে সময়োপযোগী তথ্য ও সেবা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য এই প্রচারণা কার্যক্রম ও বিশেষ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

সভাপতির বক্তব্য রাখতে গিয়ে সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার  অতিথি বলেন, সারাদেশের ন্যায় পরিবার পরিকল্পনা, মা ও শিশুদের উন্নয়নে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল চিকিৎসক,কর্মকর্তা- কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও দক্ষতার মাধ্যমে মা ও শিশুদের সেবার মান দিন দিন বৃদ্ধি করবে। সীতাকুণ্ডে সেবার মান আরো বৃদ্ধি করতে প্রশাসন, শিক্ষক সমাজ, কাজী, ইমাম, সামাজিক সংগঠন ও মিডিয়াসহ সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেবা ও প্রচার সপ্তাহর মাইক্রো প্ল্যান তুলে ধরেন।

খালেদ / পোস্টকার্ড ;