সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ

সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ
সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদ বিতরণ

পোস্টকার্ড নিউজ ।। 

সীতাকুণ্ডে ৩৫০ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও সনদ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ উপলক্ষে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দিদারুল আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন সময়ের থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, চট্রগ্রাম জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল দুলু, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বিএসসি প্রমুখ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল আলম মুক্তিযোদ্ধাদের ব্যাংক ঋণের ক্ষেত্রে ৮ শতাংশ সুদের বিরোধীতা করে বলেন, যারা ব্যাংকে চাকরি করে তারা ঋণ পায় ৩ শতাংশ সেখানে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সুদ নেয় ৮ শতাংশ। মুক্তিযোদ্ধাদের ব্যাংক ঋণের ক্ষেত্রে ৩ শতাংশ সুদ নির্ধারণের দাবি জানান তিনি। এছাড়া প্রতিটি ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের নামে একটি সড়ক নামকরণের দাবি করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের প্রশংসা করে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় তিনি মুক্তিযোদ্ধাদের আকাঙ্খা বুঝতে পারেন। আমাদের মঞের চেয়ার ছেড়ে দিয়ে তিনি নিজে পিছনের সারিতে বসেছেন। এর আগেও অনেক নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আমরা সঠিক সম্মান পেতাম না। আমরা দেশ স্বাধীন করেছি নিজে কিছু পাওয়ার জন্য না। অথচ স্বাধীনতার পর দীর্ঘদিন মুক্তিযোদ্ধার পরিচয় লুকিয়ে চলতে হত। এক সময় পরিচয় দিলে পদে পদে লাঞ্চিত হতে হত। এখনো বর্তমান প্রজন্মের অনেকের কাছ থেকে আমরা সঠিক সম্মান পাইনা। 

খালেদ  / পোস্টকার্ড ;