সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাটকালে প্রশাসনের অভিযান, এস্কেভেটর জব্দ

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাটকালে প্রশাসনের অভিযান, এস্কেভেটর জব্দ
সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাটকালে প্রশাসনের অভিযান, এস্কেভেটর জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি।।

সীতাকুণ্ডে ব্যক্তি মালিকানাধীন পুকুর ভরাটের খবর পেয়ে অভিযান চালান উপজেলা প্রশাসন। পুকুরটি মোহাম্মদ আলী সিআইপি নামে এক ব্যবসায়ীর বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১১ টায় উপজেলার পৌরসদরস্থ উত্তর বাজারের ভূঁইয়া টাওয়ার এলাকায় এ অভিযান চালানো হয়।

এই সময় একটি মাটি কাটার এস্কেভেটর একটি পেলোডার ও তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম এবং সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহি অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, প্রায় পৌনে দুই একর আয়তনের একটি পুকুর ভরাট হচ্ছে জানতে পেরে রাত ১১টার দিকে আমি ও সহকারী কমিশনার ভূমিসহ সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানকালে পুকুরটি ভরাটের হাতেনাতে প্রমাণ পাই। অভিযানকালে আমাদের উপস্থিতি টের পেয়ে ভরাট কাজে জড়িতরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে একটি এক্সকাভেটর, একটি স্টেপ পেলোডার ও তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে । শুনানি শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে পুকুরটি ভরাটের বিষয়ে জানতে চাইলে মালিক মোহাম্মদ আলী বলেন, এটি আমাদের ব্যক্তিগত পুকুর। পুকুরটি আমাদের প্রয়োজনে ভরাট করছি। এভাবে ভরাট করতে বাঁধা আছে তা আমরা জানতাম না।

উল্লেখ্য , প্রতিনিয়ত দেশে পুকুর-জলাশয় ভরাট হচ্ছে। এখন থেকে পুকুর, ডোবা, খাল-বিল-নদী, কৃত্রিম ও প্রাকৃতিক জলাধার ভরাট করার ক্ষেত্রে পরিবেশ অধিদফতরের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় পরিবেশ কমিটির ১৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;