সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলা ২৮ ফেব্রুয়ারি থেকে , জেলা পরিষদের চেক হস্তান্তর

সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলা ২৮ ফেব্রুয়ারি থেকে , জেলা পরিষদের চেক হস্তান্তর
সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলা ২৮ ফেব্রুয়ারি থেকে , জেলা পরিষদের চেক হস্তান্তর

পোস্টকার্ড ডেস্ক ।।

ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা ২০২২ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক অনুদানের চেক প্রদান করা হয়। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন ও জেলার পরিষদের সদস্য আ ম ম দিলসাদ ৬০ হাজার টাকা চেক প্রদান করেন।

এ সময় চেক গ্রহণ করেন মেলা কমিটির সম্মানিত সভাপতি ও মেলা কমিটির সাধারন সম্পাদক বাবু পলাশ চৌধুরী। এতে আর উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি)আশরাফুল আলম ও মেলা কমিটির নেতৃবৃন্দ। এই মেলা শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি হতে ২ মার্চ পর্যন্ত চলবে।এছাড়া ১৭ হতে ১৮ মার্চ দোল পূর্ণিমা মেলা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে , প্রায় দেড়`শ বছরের পুরনো শিবচতুর্দশী মেলার জন্য সীতাকুন্ডের পরিচিতি আজ বিশ্বজুড়ে। শিবচতুর্দশী মেলার অন্যতম আকর্ষণ হলো তিন দিনে এখানে প্রায় আট - নয় লক্ষ, কখনো কখনো দশ- এগারো লক্ষ লোকের সমাগম হয়। বাংলাদেশে তো বটেই, বিশ্বের কোথাও হিন্দু ধর্মমতাবলম্বীদের এতো বড় সমাগম একসাথে হয়না । প্রতি বছরই শিব চতুর্দশী তিথিতে এ মেলা অনুষ্ঠিত হয়। চন্দ্রনাথ পাহাড় এর সর্বোচ্চ চূড়াটির উচ্চতা প্রায় ৩৬৫ মিটার বা ১২০০ ফুট প্রায়। চূড়ায় ওঠার পথটি বেশ দুর্গম। এ পথে রয়েছে শংকর মঠ, শ্মশান, গিরিশ ধর্মশালা, ননী গোপাল তীর্থ মন্দির, ভৈরব ধর্মশালাসহ আরও অনেক দেবালয়। আরও কিছুটা পথ ওঠার পরে দেখা যাবে ভবানী মন্দির। ভবানী মন্দির ছেড়ে আরেকটু পথ এগুলেই শম্ভুনাথ মন্দির, ছোট্ট একটি পাহাড়ি ঝর্ণা। আর এখান থেকেই চন্দ্রনাথ মন্দিরের দিকে উঠতে হয়। বিভিন্ন মন্দিরে পূঁজা-অর্চনা করলেও ভক্তদের সবার কাছেই মূল আকর্ষণ থাকে পাহাড়ের চূড়ার চন্দ্রনাথ মন্দির। তাই দলবেঁধে সবাই ছুটেন মন্দিরটির দিকে। অনুষ্ঠানে আগত ভক্তরা অনেকেই পুণ্যস্নানে নিজেকে পবিত্র করে নেন চূড়ায় ওঠার আগে। প্রতি বছরের মতো এবারও মেলায় আসা পূর্ণ্যার্থীরা সারাদিন উপবাস থেকে পাহাড়ের উপর অবস্থিত মন্দিরগুলোতে দুধ ও ডাবের জল দিয়ে শিবকে স্নান করাবেন। সকল পাপ মুছে ফেলার মানসে স্নান করবেন ব্যসকুন্ডে।

মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার চৌধুরীর সাথে কথা বলে জানা যায় , মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) মো. আশরাফুল করিম ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩০০ জন সদস্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। তাঁদের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৪০০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপির ৪০ জন নারী সদস্য।

তিনি জানান, মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে দেড় কিলোমিটার এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া মেলা কমিটির পক্ষ থেকে আগত তীর্থযাত্রীদের খাবার পানির ব্যবস্থা করা হবে। ৩০টি স্থায়ী-অস্থায়ী শৌচাগার নির্মাণ করা হবে। মেলা চলাকালে তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধা নিশ্চিতে সীতাকুণ্ড রেলস্টেশনে পাঁচটি আন্তনগর ও একটি মেইল ট্রেন তিন মিনিট করে যাত্রাবিরতি করবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে আসন্ন শিবচতুর্দশী মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপকালে অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) মো. আশরাফুল করিম জানান, মেলার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩০০ জন সদস্য মোতায়েন থাকবেন। সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপির ৪০ জন নারী সদস্য। সেই সঙ্গে থাকবেন ৪০০ জন স্বেচ্ছাসেবক।

খালেদ / পোস্টকার্ড