সীতাকুণ্ডে ক্যাপিটালকে বালু উত্তোলনের দায়ে ৫০ লাখ টাকা জরিমানা

সীতাকুণ্ডে ক্যাপিটালকে বালু উত্তোলনের দায়ে ৫০ লাখ টাকা জরিমানা
সীতাকুণ্ডে ক্যাপিটালকে বালু উত্তোলনের দায়ে ৫০ লাখ টাকা জরিমানা

সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে বালু তোলার দায়ে ক্যাপিটাল পেট্রোলিয়াম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম গত ২৭ ফেব্রুয়ারি উক্ত আদেশ জারি করলেও বিষয়টি জানাজানি হয় আজ বুধবার (৯ মার্চ)। উক্ত আদেশে বলা হয়েছে, পরিবেশকে হুমকিতে ফেলে অবৈধভাবে সমুদ্র উপকূল থেকে বালু উত্তোলন করেছিল ক্যাপিটাল পেট্রোলিয়াম। এতে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটে।

বালু উত্তোলনের পরিমাণ অত্যধিক বেশি উল্লেখ করে আদেশে বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে বালু উত্তোলন বন্ধ করতে হবে এবং বালু উত্তোলনের সকল সরঞ্জাম সরিয়ে নিতে হবে। একইসাথে বালু পরিবেশের ক্ষতিসাধন করায় প্রতিষ্ঠানটিকে ৫০ লাখ টাকা জরিমানা প্রদান করতে হবে। অন্যথায় পরিবেশ আইনে মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, ক্যাপিটালকে আমরা ৩ বার নোটিশ প্রদান করেছি। তারা উপস্থিত হয়নি। আমাদের তদন্ত দল পরিদর্শন করে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পেয়েছে। আইন লঙ্ঘন করে পরিবেশ বিপর্যয় ঘটিয়ে বালু উত্তোলন করায় তাদেরকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপরের তিনটি শর্ত না মানলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

প্রসঙ্গত, ২০১০ সালের বালু মহাল আইনে সমুদ্র থেকে অবাধে বালু উত্তোলন সম্পূর্ণরূপে নিষিদ্ধ হলেও তা মানেনি সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে অবস্থিত ক্যাপিটাল পেট্রোলিয়াম লিমিটেড। দীর্ঘ দিন ধরে একাধিক শক্তিশালী খননযন্ত্র বসিয়ে বালু উত্তোলন , খাল ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল, উপকূলীয় বনাঞ্চল কেটে সাবাড়, কৃষি জমি গ্রাসসহ পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ড চালাতে আসছে বিতর্কিত এ প্রতিষ্ঠানটি।

অভিযোগ রয়েছে, এলপি গ্যাসের নামে কারখানা করতে আসা এ প্রতিষ্ঠান ৩ বছর পেরিয়ে গেলেও কোন ব্যবসা পরিচালনা না করে কৃষি জমির ব্যবসা ও সমুদ্র উপকূল থেকে বালু উত্তোলনের ঠিকাদারিতে লিপ্ত রয়েছে।

ক্যাপিটালের পরিবেশ বিধ্বংসী কাজ নিয়ে একুশে পত্রিকা একাধিক প্রতিবেদন প্রকাশিত করে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ হয়।

সর্বশেষ পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ মেলায় ক্যাপিটাল পেট্রোলিয়ামকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে ক্যাপিটাল পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা নাজিমকে কল করা হলে এড়িয়ে গেছেন তিনি ।

মেজবাহ খালেদ/ পোস্টকার্ড ;