সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে গৃহহীনদের ঘর বরাদ্দে অনিয়ম, তালিকায় সন্ত্রাসী ও নাশকতা মামলার আসামি

সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে গৃহহীনদের ঘর বরাদ্দে অনিয়ম, তালিকায় সন্ত্রাসী ও নাশকতা মামলার আসামি
সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে গৃহহীনদের ঘর বরাদ্দে অনিয়ম, তালিকায় সন্ত্রাসী ও নাশকতা মামলার আসামি

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মুজিব শতবর্ষে সীতাকুণ্ডে ৪১টি ঘর পাচ্ছেন গৃহহীনরা। এর মধ্যে সোনাইছড়িতে ১০ পরিবারের সবাই নৃ-গোষ্ঠী। আর উপজেলার জঙ্গল ছলিমপুরে পাহাড়ের পাদদেশে ৩১টি নির্মাণাধীন ঘরের নামের তালিকায় সচ্ছল ব্যক্তি, সন্ত্রাসী, নাশকতার মামলার আসামি ও জামায়াত নেতাকর্মীর নামও রয়েছে। অনেকে তাদের নিজস্ব পাকা ভবন ভেঙে এই তালিকায় নাম তুলেছেন। বিষয়টি খতিয়ে দেখতে এবং তালিকা যাচাই করতে চট্টগ্রাম জেলা প্রশাসক সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসারকে বলেছেন।

সীতাকুণ্ড উপজেলার দক্ষিণে চট্টগ্রাম মহানগরী সংলগ্ন জঙ্গল ছলিমপুর। পাহাড় সংলগ্ন খাস জায়গায় (১নং খাস খতিয়ান) ৩১ গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে সেমিপাকা ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় দফায় এই ঘরগুলো আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গৃহহীনদের কাছে হস্তান্তর করবেন।

অনুসন্ধানে জানা গেছে, এই ঘর বরাদ্দ দেওয়া নামের তালিকায় রয়েছে ছিন্নমূল বিএনপির এক নেতার নাম। তালিকায় থাকা অধিকাংশের বিরুদ্ধে সন্ত্রাস, হত্যা, ধর্ষণ ও নাশকতার মামলা রয়েছে চট্টগ্রাম নগরী বিভিন্ন থানাসহ সীতাকুণ্ড থানায়। এছাড়াও তালিকায় আছে স্থানীয় এক ওয়ার্ড মেম্বারের আত্মীয়-স্বজনরাও। তবে এ তালিকায় কয়েকজন পঙ্গু ও ভবঘুরের নামও রয়েছে। যা সকলের কাছে প্রশংসিত হয়েছে।

তালিকায় নাম থাকা ৩১ জনের মধ্যে ২৫জন সীতাকুণ্ডের বাসিন্দা নন বলে জানা গেছে। তারা ইতিমধ্যে ভোটার তালিকার ঠিকানা পরিবর্তনের জন্য সীতাকুণ্ড নির্বাচন অফিসে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। সরকারি নীতিমালার আলোকে গৃহহীন ব্যক্তিরা নিজ উপজেলার বাসিন্দা হতে হবে। তা না হলে এই ঘরগুলো তারা পাবেন না। যার কারণে বরাদ্দের তালিকায় থাকা ব্যক্তিরা নাম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জঙ্গল ছলিমপুরে বাসিন্দা আবুল হাসেমের অভিযোগ, গৃহহীনদের নামের তালিকায় যাদের নাম রয়েছে তারা প্রকৃত গৃহহীন নয়। অনেকে সরকারি খাস জমি দখল স্বত্ব কিনে পাকা ভবণ নির্মাণ করেছিল। তাদের মধ্যে কয়েকজন পাকা ভবন ভেঙে এই ঘরের জন্য আবেদন করেছেন। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে খাস জমির খতিয়ান সৃজন করে জায়গার বৈধ মালিক হওয়া।

ছলিমপুর ইউপি সদস্য গোলাম গফুর জানান, তালিকায় থাকা সবাই সীতাকুণ্ডের বাসিন্দা ও প্রকৃত গৃহহীন। তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন আজিজ বলেন, জঙ্গল ছলিমপুরে ৩১ ঘরের মধ্যে বরাদ্দ পাওয়া তালিকায় অধিকাংশ সন্ত্রাসী, নাশকতার মামলা আসামি ও বিএনপি ক্যাডার। প্রকৃত কোনো গৃহহীন ঘর পাচ্ছে না বলে দাবি তার। এছাড়া ওই পাহাড়গুলোতে বরাদ্দ পাওয়া সন্ত্রাসীরা অবৈধভাবেই বসবাস করছে। ইতি মধ্যে কয়েকবার উচ্ছেদ অভিযান হলেও কোনো সুফল আসেনি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, গৃহহীনদের ৩১টি ঘর দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। তাদের নামে তালিকা অনুমোদনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট পাঠানো হয়েছিল। কিন্তু তালিকা নিয়ে অভিযোগ ওঠায় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য জেলা প্রশাসক আমাদের কাছে পাঠিয়েছেন। যদি বির্তকিত কোনো লোক তালিকায় থাকে তাদের বাদ দেওয়া হবে।