সীতাকুন্ড পৌর সদর দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি বাহার এবং সাধারণ সম্পাদক বেলাল

সীতাকুন্ড পৌর সদর দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি বাহার এবং সাধারণ সম্পাদক বেলাল
সীতাকুন্ড পৌর সদর দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি বাহার এবং সাধারণ সম্পাদক বেলাল

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুন্ড পৌর সদর দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে রেজাউল করিম বাহার এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ বেলাল হোসাইন নির্বাচিত হয়েছেন । 

শনিবার (৩০জানুয়ারি) অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমূখর পরিবেশে সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির দশম নির্বাচন শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। এবারের মোট ১৫৭৫ জন ভোটারের মধ্যে ১৪৯৯ জন (ব্যবসায়ী) ভোটার ভোট প্রদান করেছেন

মুল ১২ টি পদের মধ্যে দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মাসুদ চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর ১১টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এর মধ্যে ১নম্বর ওয়ার্ডে মো. কামরুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্র্বাচিত হয়েছেন। বাকী ৪টি ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৩জন প্রার্থী। ।

সভাপতি পদে বিজয়ী হয়েছেন এ.কে.এম রেজাউল করিম বাহার , সিনিয়র সহ-সভাপতি- মো. সাইফুল ইসলাম ,সহ-সভাপতি- গৌরাঙ্গ বণিক , সাধারণ সম্পাদক – মোহাম্মদ বেলাল হোসেন , সহ- সাধারণ সম্পাদক – হানিফ মাহমুদ আকিব ,অর্থ সম্পাদক – মো. কামাল উদ্দিন,সাংঠনিক সম্পাদক – মো. ওমর ফারুক সোহেল , প্রচার সম্পাদক – মো. জাহাঙ্গীর আলম ,সহ- দপ্তর সম্পাদক – মো. নাছির উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক – মো. কামরুল হাসান. ক্রীড়া সম্পাদক – মো. রায়হানুজ্জামান চৌধুরী নাহিদ। ৪টি সদস্য পদে ওয়ার্ডভিত্তিক সদস্য বিজয়ীরা হলেনঃ ২ নম্বর ওয়ার্ডে মো. ইউছুফ আলী ,৩ নম্বর ওয়ার্ডে মো. বেলাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে মে. ইত্তেফাক ও ৫ নম্বর ওয়ার্ডে মো. আলা উদ্দিন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বর্ণালী ক্লাবের সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী এ কে এম মছিউদ্-দৌলা ।

সীতাকুণ্ড ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রাথমিক ফলাফলঃ ( প্রার্থীর নাম ও প্রাপ্ত ভোট)
সভাপতিঃ-
রেজাউল করীম বাহার- ৭৬০
খোরশেদ আলম- ৪৩২
সিনিয়র সহ-সভাপতিঃ
সাইফুল ইসলাম- ৭৯৪
আকবর হোসেন- ৩৯৪
সহ-সভাপতিঃ
গৌরাঙ্গ বনিক- ৭৬২
জহিরুল (জকু)- ৬৯৫
সাধারণ সম্পাদকঃ
বেলাল হোসেন- ৯১৫
শহীদুল ইসলাম- ৫৫৮
সহ-সাধারন সম্পাদকঃ
হানিফ মোঃ আকিব- ৫৯৪
তরিকত চৌধুরী- ৩৬২
সাংগঠনিক সম্পাদকঃ
ওমর ফারুক সোহেল- ৫৬৫
শিবলু দাশ- ৫৫৯
অর্থ- সম্পাদকঃ
কামাল উদ্দিন- ৮৯৭
সুনন্দ ভট্টাচার্য সাগর- ৫৬০
প্রচার সম্পাদকঃ
জাহাঙ্গীর- ১০৫০
সুকান্ত- ৪০৯
সহ-দপ্তর সম্পাদকঃ
নাছির উদ্দিন- ৫৯৪
সোহেল চৌধুরী- ৫৩৩
সমাজ কল্যান সম্পাদকঃ
কামরুল ইসলাম- ৭৮১
শ্রীধাম মাস্টার- ৬৮০
ক্রীড়া সম্পাদকঃ
রায়হানুজ্জামান চৌং নাহিদ- ৯৭৭
রঞ্জন--- ৪২৮
নির্বাহী সদস্যঃ
২ নং ওয়ার্ডঃ
ইউছুফ আলী- ১৭৫ এবং নিতাই চন্দ্র- ১০১
৩নং ওয়ার্ডঃ
বেলাল- ১৩০ এবং পারভেজ- ৫১
৪নং ওয়ার্ডঃ
ইত্তেফাক- ১৫৪ এবং হেলাল- ১৩৩
৫নং ওয়ার্ডঃ
আলাউদ্দিন- ১৬১ এবং সুভাষ- ১০৬