সীতাকুন্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত ফি ভর্তি আদায়ের অভিযোগ, ছাত্রলীগের হস্তক্ষেপে সমস্যার সমাধান

সীতাকুন্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত ফি ভর্তি আদায়ের অভিযোগ, ছাত্রলীগের হস্তক্ষেপে সমস্যার সমাধান
সীতাকুন্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত ফি ভর্তি আদায়ের অভিযোগ, ছাত্রলীগের হস্তক্ষেপে সমস্যার সমাধান

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড।।

করোনাকালীন স্কুল বন্ধ থাকার পরও ভর্তি ফি তে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে।

সেশন ফি’র নামে টিফিন ফি, লাইব্রেরী ফি, খেলাধুলা ফি, বিজ্ঞানাগার, বিদ্যু-পানি, পয়নিস্কাশন, কম্পিউটারসহ নানা ফি আদায়ের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।

পুরো বছর জুড়ে কোনো প্রকার সুবিধা প্রদান না করে প্রতি বছর ভর্তি ফি’র নামে নানান ফি আদায়ের কারনে ছাত্র-অভিবাবকদের মধ্যে দেখা দেয় অন্তোষ। এ পরিপ্রেক্ষিতে চলতি সেশনে একই নিয়মে ফি’র নামে অতিরিক্ত টাকায় আদায় হতে থাকায় ছাত্রদের মাঝে ক্ষোভের সঞ্চার হলে সমস্যা সমাধানের উদ্যোগ নেয় উপজেলা ছাত্রলীগ।

ছাত্রদের অধিকার নিশ্চিত ও বর্ধিত ফি বাতিলে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা স্কুল কর্তপক্ষের সাথে সাক্ষাত করে অতিরিক্ত ফি বাতিলের দাবী জানান। পরে ছাত্রলীগ নেতৃবৃন্দদের দাবী মেনে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে স্কুলের ভারপ্রাপ্ত প্রদান শিক্ষাক সলিম উল্লা। উক্ত সাক্ষাতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব ও সাধারন সম্পাদক জিলানী।

এদিকে, দীর্ঘ ৪ বছর স্কুলের প্রধান শিক্ষকের পদটি খালি থাকায় ভারপ্রাপ্ত দায়ীত্ব পালন করছেন সহকারী শিক্ষক। এতে করে দায়ীত্বে অবহেলাসহ নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ইতিপূর্বে এসএসসি উর্ত্তীনদের স্কুল সনদ প্রদানের ক্ষেত্রে প্রতি শিক্ষার্থী হতে ৩’শ টাকা নেয়ার অভিযোগ যাই। এ অবস্থায় স্কুলের শিক্ষা কাযক্রমে চরমভাবে ব্যহত হয়ে লেখা-পড়ায় প্রাইভেট নির্ভর হওয়ার পাশাপাশী আর্থিক সংকটে পড়ছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে সীতাকুন্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মুমিনুল হক বলেন,‘ কোনো অনিয়মের আশ্রয় নেয়া হয়নি। যথা নিয়মে ভর্তিসহ প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।