সর্বত্র শুনশান নীরবতা, নিস্তব্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সর্বত্র শুনশান নীরবতা, নিস্তব্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নিউজ ডেস্ক।। 

সর্বত্র শুনশান নীরব নিস্তব্ধতা । সেনাবাহিনী আর পুলিশ এর যৌথ টহল চলছে কখনো কখনো। ঘর থেকে বের হচ্ছে না এখন কেউ। গতকাল শনিবার দিন ও বেড়েছে আরো নিরবতা। বিশ্বময় করোনা ভাইরাসের ভয়াবহতার খবর পাচ্ছে দেখে মীরসরাই উপজেলার মানুষ ও সরকারের উদ্যোগের সাথে একাত্ম যেন।
উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ও খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদর বাইয়ারহাট পৌরসভা, মিঠাছড়া, বড়দারোগাহাট, আবুতোরাব, বড়তাকিয়াসহ গ্রামীণ বাজারের সকল দোকানপাট বন্ধ ছিলো। গুটিকয়েক স্বল্প আয়ের মানুষ চোখে পড়েছে। কোথাও কোথাও জরুরি মুদি পণ্য ও ঔষধের দোকান খোলা ছিল মাত্র। উপজেলার সর্বত্র সরকারি ও প্রাইভেট হাসপাতালগুলো খোলা থাকলেও রোগী তেমন ছিলোনা। কোন কোন হাসপাতালে সাধারণ রোগি ও চিকিৎসা না করোনোর অভিযোগ পাওয়া গেছে। অবশ্য শনিবার থেকে সরকারি নির্দেশনা মোতাবেক জরুরি চিকিৎসাসমূহের সেবা নিশ্চিত করছে বলে জানা গেছে। মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, ঘোষণা অনুযায়ী মীরসরাইয়ে সব দোকানপাট বন্ধ ছিলো। সেনাবাহিনী উপজেলার বিভিন্ন স্থানে টহল অব্যাহত রয়েছে। জরুরি মানবিক খাবার আমরা ঘরে পৌছে দিতে প্রস্তুত। শনিবার থেকে আমরা নিজেরা ও যাচ্ছি ঘরে ঘরে। তবে কোন কৃত্রিম দরিদ্র এসব সহযোগিতা পাবেন না।
মীরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জরুরি খাবার ও ঔষধ সরবরাহ গাড়ি ছাড়া অন্য সকল যানবাহন চলছে না। আমরা জনসাধারণকে সতর্কীকরণ উদ্যোগ এর ফলে মানুষ ও স্বেচ্ছাগৃহবন্দি হতে এগিয়ে এসেছে দেখে আমরা আশ্বস্ত। তবে কেউ যেন অহেতুক গুজব ছড়িয়ে আতংক সৃষ্টি না করে সে বিষয়ে আমরা তীক্ষ্ম ও দৃষ্টি রেখেছি।