সালমান খান এর কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ

সালমান খান এর কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ
সালমান খান এর কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ

মিনহাজুল ইসলাম মিনহাজ ।।

ঢাকা স্টেডিয়ামে ইন্ডিয়ার চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় নায়ক সালমান খান দর্শকদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য রাখছেন। আগ্রহ নিয়ে বসলাম, দেখি কি বলে। তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুকে স্মরন করে, উপস্থিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে হঠাৎ বলে উঠলেন- “আমি ঢাকা আসার আগে আমার বাবাকে যখন বললাম ঢাকা যাচ্ছি, তখন বাবা বললেন- তুমি বাংলাদেশে গিয়ে অবশ্যই একজনকে স্মরন করবে, তাঁর কথা বলবে। তিনি হলেন বাংলাদেশের কবি কাজী নজরুল ইসলাম সাহেব! আমি ওনার বিশাল ভক্ত এবং ওনার অনেক কবিতা আমি পড়েছি। আর তাই আমিও ওনাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করছি ঢাকায় এসে” !

সালমান খানের মুখে প্রিয় কবির নাম শুনে আমি অভিভুত!! কারন- যেখানে আজকাল আমাদের এই প্রজন্ম এবং কবি সাহিত্যিকরাও এই মহান কবির নাম প্রায় ভুলে যেতেই বসেছেন- এমন কি কোন সাহিত্য বিষয়ক অনুষ্ঠানেও এই মহাকবিকে তেমন স্মরন করা হয় না বললেই চলে।

কথা গুলো বলার কারন হলো – এর আগে আমি কোন অনুষ্ঠানে বানিজ্যিক চলচ্চিত্রের কোন দেশী বা বিদেশী প্রচন্ড জনপ্রিয় নায়ক বা নায়িকাকে এভাবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেবকে সন্মান দেখাতে দেখিনি ।