সীতাকুণ্ডের ইপসা এইচআরডিসি যেন একটি ফুল বাগান : মোহছেনা মিনা

সীতাকুণ্ডের ইপসা এইচআরডিসি যেন একটি ফুল বাগান : মোহছেনা মিনা
সীতাকুণ্ডের ইপসা এইচআরডিসি যেন একটি ফুল বাগান : মোহছেনা মিনা

সীতাকুণ্ডের ইপসা এইচআরডিসি যেন একটি ফুল বাগান। এখানে আছে নানান প্রজাতির ফুল। বিশেষ করে শীতকালে এখানে পর্যাটকরা ভীড় করে । নানান ফুলের সমাহারে তারা মুগ্ধ হয়ে বারবার এখানে ছুটে আসে। অনেকে ফুলের সাথে ছবি তুলে, সেলফী নিয়ে স্যোসাল মিডিয়াতে আপলোডও করে থাকেন ।

স্থানীয় জনগোষ্ঠীর অনেকে বিকালের মিস্টি রোদে এখানে আসে ফুলের সাথে ছবি তোলার জন্য । অনেকে নিজের পরিবার নিয়ে আসে ঘুরতে আবার অনেকে শিশুদের নিয়ে আসেন। যদিও এখানে কোন পার্ক কিংবা রেস্টুরেন্ট নেই তবুও তারা আসে কেবল ফুলের মায়ায় ।

নানান রং এর এবং নানান প্রজাতীর ফুল আছে এখানে। গোলাপ, কসমস, সূর্যিমূখী, বকুল, নয়নতারা, রেড সাইলিসিয়া, বাগানবিলাস, পাতাবাহার, গাঁদাফুল, জুঁই, গন্ধরাজ, কাগজের ফুলসহ নানান প্রজাতির ফুলের সমাহার। এখানে ফুলকে কেন্দ্র করে গড়ে উঠছে একটি মৌমাছির মৌচাক । মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে তাদের মৌচাক পরিপূর্ণ করে ।

এখানে যেসব কর্মীরা কাজ করে তাদের ব্যবহারও ফুলের মতো মিস্টি। মনে হয় তারা যেন ফুলের সাথে থেকে ফুলের মতো হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;