আগুনে পুড়ল সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ১২ বসতঘর

আগুনে পুড়ল সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ১২ বসতঘর
আগুনে পুড়ল সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ১২ বসতঘর

সীতাকুণ্ড প্রতিনিধি।।

তুলার গোডাউন থেকে সৃষ্ট আগুনে সীতাকুণ্ডে পুড়ে গেছে ১২টি বসতঘর। বুধবার বিকেলে বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. সালাউদ্দীন বলেন, বিকেলে জহরলাল বড়ুয়ার ভাড়াটিয়া মো. হাসানের তুলার গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ১২টি বসতঘরের ৩৬টি কক্ষ ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

সীতাকুণ্ড ফায়ার স্টেশন কর্মকর্তা তাশারফ হোসেন বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো শ্রমিকের বিড়ির আগুন থেকে এ ঘটনা ঘটেছে।