আল্লামা তাহের শাহ্ জশণে জুলুসে নেতৃত্ব দিতে চট্টগ্রামে, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

পোস্টকার্ড প্রতিবেদক ।।

আল্লামা তাহের শাহ্ জশণে জুলুসে নেতৃত্ব দিতে চট্টগ্রামে, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
আল্লামা তাহের শাহ জশণে জুলুসে নেতৃত্ব দিতে চট্টগ্রামে, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

আগামী ৭ নভেম্বর (বৃহস্পতিবার) আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় রাজধানী ঢাকায় এবং ১০ নভেম্বর (রবিবার) বন্দর নগরী চট্টগ্রামে পবিত্র জশ্নে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী সাল্ল­াল্ল­াহু আলাইহি ওয়াসাল্ল­াম এর জশ্নে জুলুস (মিছিল) ও মাহফিলে নেতৃত্বদানের লক্ষে আল্ল­­ামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্, শাহাজাদা আল্ল­­ামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ, ও শাহাজাদা আল্ল­­ামা সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ্ বিমান বাংলাদেশ এয়ার লাইন্সযোগে গতকাল (সোমবার) বেলা ১১ টায় চট্টগ্রামস্থ হযরত শাহ্ আমানত (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে শুভাগমন করেন।

হুজুর কেবলায়ে আলম ও শাহাজাদাদ্বয়কে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন, পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান আলহাজ সুফি মুহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারি আলহাজ মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি আলহাজ মোহাম্মদ সিরাজুল হক, এ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারি আলহাজ এস.এম. গিয়াস উদ্দিন শাকের, গাউসিয়া কমিটি’র চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ আনোয়ারুল হক, মহাসচিব আলহাজ মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার সভাপতি আলহাজ মুহাম্মদ কমরুদ্দিন সবুর প্রমুখ।

হুজুর কেবলায়ে আলম ও শাহাজাদাদ্বয় বিমানবন্দর হতে মোটর শোভাযাত্রা সহকারে নগরীর ষোলশহরস্থ আলমগীর খানকাহ-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পৌঁছলে তথায় ফুলেল শুভেচ্ছাসহ লাল গালিচার সংবর্ধনা জ্ঞাপন করেন- আনজুমান ট্রাস্ট’র ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ মোহাম্মদ সিরাজুল হক, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি আলহাজ প্রফেসর কাজী শামসুর রহমান, জামেয়ার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম, অধ্যক্ষ আলহাজ মাওলানা মুফতি মুহাম্মদ অছিয়র রহমান, শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী, উপাধ্যক্ষ আলহাজ মাওলানা ড. আ.ত.ম. লিয়াকত আলী, হাফেজ মাওলানা কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ প্রমুখ।
পরে হুজুর কেবলায়ে আলম’র ইমামতিতে নামাজে যোহর, আছর, মাগরিব ও এশা আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আজ (মঙ্গলবার) হুজুর কেবলায়ে আলম’র ইমামতিতে নামাজে যোহর, আছর, মাগরিব ও এশা উক্ত আলমগীর খানকাহ্ শরীফে অনুষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি