চট্টগ্রামের আকবর শাহ'য় পাহাড় ধস, নিহত ১

চট্টগ্রামের আকবর শাহ'য় পাহাড় ধস, নিহত ১
চট্টগ্রামের আকবর শাহ'য় পাহাড় ধস, নিহত ১

বিশেষ প্রতিবেদক ।।

চট্টগ্রামের আকবর শাহ থানাধীন বেলতলীঘোনা এলাকায় পাহাড় কেটে সড়ক তৈরির পরে গাইড ওয়াল দেয়ার সময় পাহাড়ের মাটি ধসে মজিবুর রহমান খোকা (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন শ্রমিক। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত খোকা চাঁদপুর জেলার ফরিদগঞ্জের পূর্ব গাজীপুর গ্রামের বশির উল্লাহ ছেলে।

গতকাল সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর ধসে পড়া মাটি সরিয়ে ৪ জনকে উদ্ধার করে স্থানীয়রা। পরবর্র্তীতে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদের চমেক হাসপাতালে পাঠালে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক। ঘটনাস্থলে পরিদর্শনে যাওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম জানান, আকবর শাহ কবরস্থানের পেছনে রেলওয়ে হাউজিং সোসাইটির শেষ প্রান্তে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেখানে পাহাড় কেটে একটি সড়ক তৈরি করা হচ্ছিল। জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে অবৈধভাবে পাহাড়টি কাটা হচ্ছিল। ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ সহকারী পরিচালক হারুন পাশা জানান, বেলতলীঘোনাতে পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ চলছিল। ১০ জন শ্রমিক কাজ করছিল। এর মধ্যেই উপর থেকে মাটি ধসে পড়ে। আমরা পৌঁছানোর আগেই

স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করেন। তারা জীবিত আছেন। একজন নিজেই হেঁটে বেরিয়ে যান। আরেকজনকে আমরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তিনি মারা গেছেন। এছাড়া স্থানীয়রা দাবি করছিলেন, এখানে একজন নারী নিখোঁজ রয়েছেন। তবে আমরা আর কাউকে পাইনি।

মশিউর রহমান নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পাহাড় কেটে রাস্তা করার পর পাহাড়ের পাদদেশ ঘেঁষে গাইড ওয়াল নির্মাণের সময় মাটি চাপা পড়েন ৫ জন শ্রমিক। বাকি ৫ জন শ্রমিক নিরাপদ দূরত্বে থাকায় তাদের কিছুই হয়নি। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগে স্থানীয়রা কোদাল দিয়ে মাটি খুঁড়ে চারজনকে উদ্ধার করেন। এদের মধ্যে একজন মেডিকেলে নেয়ার পর মারা গেছেন শুনেছি। উল্লেখ্য, আকবরশাহ এলাকার বেলতলীঘোনায় রাস্তা করার জন্য পাহাড় কাটা হচ্ছে এমন অভিযোগে গত ১১ ফেব্রুয়ারি অভিযান চালিয়েছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আকবরশাহ থানার বেলতলীঘোনা এলাকায় পাহাড় কাটার অভিযোগে মো. শাহজাহান (৪০) নামে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটরও জব্দ করা হয়।

খালেদ / পোস্টকার্ড ;