তীব্র যানজটে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড , ভোগান্তি চরমে

তীব্র যানজটে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড , ভোগান্তি চরমে
তীব্র যানজটে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড , ভোগান্তি চরমে

পোস্টকার্ড নিউজ ।। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করছে । এ কাজের কারণে বেশ কয়েক দিন ধরে তীব্র যানজট দেখা দিয়েছে মহাসড়কটিতে।

রবিবার ( ১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে দেখা যায়, সীতাকুণ্ডের মাদাম বিবির হাট থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটে চট্টগ্রামমুখী দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ।

কাজটি করছেন সওজের বিভাগের ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেড। সংস্কারকাজের কারণেই চট্টগ্রামমুখী সড়কটি বন্ধ থাকায় দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়েছে। যানজটের শুরুতে কিছুটা ধীর গতিতে গাড়ি চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট প্রকট আকার ধারণ করে। এতে দীর্ঘক্ষণ যানজটের দাঁড়িয়ে থাকার পর ধৈর্যচ্যুত হয়ে অনেক চালক উল্টো পথে গাড়ি ঢুকিয়ে দেন। যার কারণে ঢাকামুখী সড়কেও যানজটের সৃষ্টি হয়।

সকাল ৯ টা থেকে শুরু হওয়ায় সংস্কারকাজ বিরামহীন গতিতে একটানা প্রায় সাড়ে ৫ টা পর্যন্ত কাজ চলে। এরপর সংস্কারকাজ বন্ধ হলেও যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সড়ক সংস্কারকাজের কারণে চট্টগ্রামমুখী সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় যানজটে পড়া অনেক চালক ধৈর্যহীন হয়ে উল্টো পথে গাড়ি চালিয়ে নেওয়ার চেষ্টা করেন; আর সে কারণে মহাসড়কের দুই পাশে যানজট ।

সওজ বিভাগ জানিয়েছে, মহাসড়কের সীতাকুণ্ড অংশের চট্টগ্রামমুখী লেনে কার্পেটিংয়ের পাশাপাশি চলছে সংস্কারকাজ। এ কাজের পাশাপাশি চট্টগ্রামমুখী সড়ক ও ফৌজদারহাটের বাইরে সংযোগ সড়কে সৌন্দর্য বর্ধন ও সংস্কারকাজ চলছে।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সবুর আহমেদ বলেন, একদিকে সড়ক সংস্কারকাজের কারণে চট্টগ্রামমুখী সড়কে তীব্র যানজট, অন্যদিকে শিল্প প্রতিষ্ঠানের গাড়ি মহাসড়কের চারপাশের যত্রতত্র দাঁড়িয়ে থাকা ও ইউটার্ন নেওয়ার কারণে যানজট আরও তীব্র আকার ধারণ করে।

সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নিজাম উদ্দিন বলেন, মহাসড়কের সীতাকুণ্ড অংশে সংস্কারের কাজ চলছে। এ জন্য সাময়িকভাবে যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড ;