তোমার স্বদেশ প্রত্যাবর্তন - শুক্কুর চৌধুরী  

তোমার স্বদেশ প্রত্যাবর্তন - শুক্কুর চৌধুরী  

তোমার স্বদেশ প্রত্যাবর্তন
(জাতির জনকের স্বদেশ প্রত‍্যাগমন দিবসে শ্রদ্ধান্জ
লি)

একজন দীর্ঘদেহী অলীক ব্যাক্তিত্ব সৌম্যদর্শন
নির্ভীক অকুতোভয় জলতরঙ্গ কন্ঠের উচ্চারণ,
বলেছিলেন স্বভাবসুলভ বজ্রকন্ঠেঃ 

" আমি যদি হুকুম দিবার নাও পারি 
  তোমাদের যার যা আছে 
  তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাপিয়ে পড়বে!"

সেই অমোঘ নির্দ্দেশে এক সদ্য কৈশোরোত্তীর্ণ যুবক
লড়েছি নয়মাস হায়েনার বিরুদ্ধে নির্ভিক,
হারিয়ে অনেক রক্ত,দুলক্ষ সম্ভ্রম এবং ত্রিশলক্ষ প্রান
একদিন হল আরোধ্য স্বাধীনতা অর্জন।
কিন্তুু পিতা তুমি ছাড়া সূর্যের কিরণ ছিল ম্লান
অষ্টপ্রহর করেছি জপ প্রার্থনা
কবে হবে তোমর স্বদেশ প্রত্যাবর্তন!
সাতকোটি প্রানের অসীমত্ব প্রত্যাশার স্ফুরণ
বিধাতাকে দিতেই হল অনুমোদন।
আহা্ আসেনি কো আগে অমন দিন 
আসবেও না আর কখন,
একটি দেশ জনপদ নিশ্চিত অনিশ্চিত প্রতীক্ষায়
বেতার টেলিভিশনে মূহুমূহু প্রচার একটি মূহূর্তের অপেক্ষায়। 
তুমি আসবে তাই আকাশ ছিল মেঘহীন
তুমি আসবে তাই কৃষাণ শ্রমিকের অপেক্ষা কর্মহীন,    
তুমি আসবে তাই প্রস্তুতি সাতই মার্চের যবনিকা মঞ্চায়ন 
তুমি আসবে তাই জনেজনে জনতার উদ্ধেল আস্ফালন!
তুমি আসবে তাই কেঁদে কেঁপে উঠছে তেজগাঁওয়ের রানওয়ে
তুমি আসবে তাই বুকের ভেতর অনুরণন সপ্তক সানাইয়ে, 
তুমি আসবে তাই যুদ্ধ ফেরত সতীর্থদের আবোরো যুদ্ধসাজ
তুমি আসবে তাই ছেড়া পোশাকে সেনাদের মহড়া কুজকাওয়াজ!
অজস্র প্রত্যাশা প্রতীক্ষার উথালপাথাল পথ উড়িয়ে মাড়িয়ে
একখান উড়োজাহাজ এলো চরাচর আকাশ কাঁপিয়ে, 
তুমি এলে স্বদেশ স্বভুমির করতলে উত্থিত 
উত্তাল জনতা আবারো উদ্ধেলিত
পিতা তোমার প্রত্যাবর্তনের এই দিনে
বিনম্র শ্রদ্ধাঞ্জলি তোমার স্মৃতির তর্পনে!

লেখাঃ  শুক্কুর চৌধুরী, চট্টগ্রাম।