নিজেরা স্বাবলম্বী হতে সীতাকুণ্ডের ৮০ তরুণ-তরুণী পেলেন কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ

নিজেরা স্বাবলম্বী হতে সীতাকুণ্ডের ৮০ তরুণ-তরুণী পেলেন কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ
নিজেরা স্বাবলম্বী হতে সীতাকুণ্ডের ৮০ তরুণ-তরুণী পেলেন কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ

পোস্টকার্ড ডেস্ক ।।

নিজেরা স্বাবলম্বী হতে সীতাকুণ্ডের ৮০ জন তরুণ-তরুণী ৫ দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ ও সনদ পেয়েছেন। বুধবার প্রশিক্ষণের সমাপনী দিনে তাদের হাতে সনদ তুলে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন।

বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. তাহমিনা আরজু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার স্বর্ণা।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। এতে অনুভূতি ব্যক্ত করেন প্রশিক্ষিত তরুণী আয়শা আক্তার, আলেয়া বেগম ও তরুণ মোঃ সোহেল।

সীতাকুণ্ড উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি’র অর্থায়নে বাস্তবায়িত ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে তরুণ-তরুণীদেরকে ছাদ কৃষি, আঙ্গিনা কৃষি, বিভিন্ন ধরনের গাছের যত্ন, ক্যাকটাস, মানিপ্লান্ট, অর্কিড, অ্যাডেনিয়ামের চারা উৎপাদন ও যত্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়েছে। যেন এ প্রশিক্ষণের প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে প্রশিক্ষনার্থীগণ নিজেরা স্বাবলম্বী হতে পারেন।

সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার কৃষিকে সবসময় সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। তাই কৃষি ক্ষেত্রে প্রশিক্ষিত জনবলের গুরুত্ব সবচেয়ে বেশি। দক্ষ ও প্রশিক্ষিত জনবলই পারে কৃষিকে আরও বেশি সমৃদ্ধ করতে। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে শিক্ষিত তরুণ-তরুণী কৃষি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলার অনাবাদি পতিত জমিতে সরিষা আবাদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বারৈয়াঢালা ইউনিয়নের কৃষক দিদারুল আলমকে ৭০ ভাগ উন্নয়ন সহায়তার আওতায় একটি ধান কাটার রিপার মেশিন বিতরণ করা হয়।

খালেদ / পোস্টকার্ড ;