বিদেশ যেতে করোনাভাইরাস সনদ বাধ্যতামূলক , ইচ্ছুকদের জন্য করোনা পরীক্ষায় ১৬ ল্যাব

বিদেশ যেতে করোনাভাইরাস সনদ বাধ্যতামূলক , ইচ্ছুকদের জন্য করোনা পরীক্ষায় ১৬ ল্যাব
বিদেশ যেতে ইচ্ছুকদের জন্য করোনা পরীক্ষায় ১৬ ল্যাব

নিজস্ব প্রতিবেদক ।।

আকাশপথে বাংলাদেশ থেকে বিদেশ যেতে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ‘নেগেটিভ’ সনদ বাধ্যতামূলক করেছে সরকার।

আগামী ২৩ জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন।

বিদেশ গমনেচ্ছুদের জন্য করোনাভাইরাস পরীক্ষার সময় এবং পরীক্ষাগারও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

প্রায় দুই মাস বন্ধ থাকার পর গত জুন মাসের মাঝামাঝিতে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিমানের বিশেষ ফ্লাইটে ইতালিতে ফিরে যান হাজারখানেক বাংলাদেশী।

তাদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ায় বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইটে নিষেধাজ্ঞা দেয় ইতালি সরকার।

এরপর গত ৯ জুলাই কাতার এয়ারওয়েজের দু’টি ফ্লাইটে ইতালিতে যাওয়া ১৬৫ বাংলাদেশীকে সেদেশের বিমানবন্দরে নামতে না দিয়ে ঐ উড়োজাহাজেই দেশে ফেরত পাঠানো হয়।

ঐ ঘটনার পর গত ১২ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বিদেশে যেতে চাইলে বাংলাদেশের যেকোনো নাগরিককে ‘করোনা নেগেটিভ’ সনদ নিয়ে যেতে হবে।
এই প্রেক্ষাপটে বিদেশযাত্রায় যথাযথভাবে করোনাভাইরাস পরীক্ষা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হলো। এ বিষয়ে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সেগুলো হলো

যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোনো নমুনা সংগ্রহ করা হবে না। যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে।

নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন।
নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন।
বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩ হাজার ৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪ হাজার ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।
বিদেশে গমনেচ্ছুদের কোভিড-১৯ পরীক্ষার জন্য ১৬টি সরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠান নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ল্যাব গুলো হল:

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ,

বরিশালের শেরে-বাংলা মেডিকেল কলেজ,

চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকেল অ্যান্ড ইনফেক্টিয়াস ডায়াসিস,

কক্সবাজার মেডিকেল কলেজ,

কুমিল্লা মেডিকেল কলেজ,

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরোটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার,

ইনস্টিটিউট অব পাবলিক হেলথ ঢাকা,

ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ঢাকা,

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল,

খুলনা মেডিকেল কলেজ,

কুষ্টিয়া মেডিকেল কলেজ,

ময়মনসিংহ মেডিকেল কলেজ,

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ,

রাজশাহী মেডিকেল কলেজ,

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর ও

রংপুর মেডিকেল কলেজ।

বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ ফোন করে জানা যাবে।