বাধ্যতামূলক সিল মারা হচ্ছে বিদেশফেরত যাত্রীদের হাতে

বাধ্যতামূলক সিল মারা হচ্ছে বিদেশফেরত যাত্রীদের হাতে
বাধ্যতামূলক সিল মারা হচ্ছে বিদেশফেরত যাত্রীদের হাতে

নিজস্ব প্রতিবেদক।।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশফেরত যাত্রীদের হাতে বাধ্যতামূলকভাবে সিল দেওয়া হচ্ছে। এ সিল হাতে থাকলে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। হাতের সিলে যতদিন পর্যন্ত তারিখ থাকবে ততদিন ওই ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে থাকবে। বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শাহজালাল বিমানবন্দরের অভিবাসন বিভাগের (অফিসার ইনচার্জ) বিষয়টি জানিয়েছে।

ওসি বলেন, আমরা বিদেশফেরত যাত্রীদের হাতে বাধ্যতামূলকভাবে সিল দেওয়ার কাজটি শুরু করেছি। সেই সিলে একটি নির্দিষ্ট তারিখ থাকবে। ওই তারিখ পর্যন্ত হাতে সিল পাওয়া যাত্রীকে হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে থাকতে হবে। এ কার্যক্রম দেশের অন্যান্য বিমানবন্দরেও শুরু হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরাও শুরু করেছি। কেউ যদি এই কোয়ারেন্টাইনের নিয়ম ভঙ্গ করে তাকে আইনশৃঙ্খলা বাহিনী রিমান্ডে নিতে পারে এবং তাকে আইসোলেশনের মতো নিঃসঙ্গ অবস্থায় পাঠানো হবে।

জানা গেছে, গত এক সপ্তাহ থেকে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ফিরেছেন। কিন্তু তারা দেশে আসার পর তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তাদের অনেকেই তা মানছেন না। আবার অনেকে গ্রামে ফিরে হোম কোয়ারেন্টাইন করবেন বলেও আশ্বাস দিলেও তা মানছেন না। অবাধে অনেকে যেখানে-সেখানে ঘুরে বেড়াচ্ছেন। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে বিদেশফেরত ব্যক্তিদের শনাক্ত করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।