মুফতি ওবাইদুল হক নঈমীর শেষ শয্যা হলো জামেয়ার পাশেই , হাজারো ছাত্র-ভক্ত অনুরক্তের ঢল জানাজায়

মুফতি ওবাইদুল হক নঈমীর শেষ শয্যা হলো জামেয়ার পাশেই , হাজারো ছাত্র-ভক্ত অনুরক্তের ঢল জানাজায়
মুফতি ওবাইদুল হক নঈমীর শেষ শয্যা হলো জামেয়ার পাশেই , হাজারো ছাত্র-ভক্ত অনুরক্তের ঢল জানাজায়

পোস্টকার্ড ডেস্ক ।।

দেশ বরেণ্য আলেমেদ্বীন, ওস্তাজুল ওলামা মুফতি আল্লামা ওবাইদুল হক নঈমী (রহ) এর নামাজে জানাজা ও দাফন হাজার হাজার মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে । সোমবার সন্ধ্যার পর মরহুম ওবায়দুল হক নঈমীর লাশ তাঁর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার সবুজ গম্বুজের নিচে আনা হলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাঁর ছাত্র, ভক্ত অনুরক্তরা ভিড় করতে থাকেন। রাত ১২টা ২০ মিনিটে জানাযার নামাজ শুরু হওয়ার আগেই মাদরাসা প্রাঙ্গন ছাড়াও দায়েম নাজির জামে মসজিদ, আলমগীর খানকাহ শরীফ হয়ে মুসল্লীর ঢল নাজিরপাড়া মহিলা মাদরাসা পর্যন্ত বিস্তৃত হয়। জানাজা শেষে জামেয়া সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের পুত্র জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার শিক্ষক মাওলানা হামেদ রেজা নঈমী। জানাজার আগে জামেয়া ময়দানে শেরে মিল্লাত আল্লামা ওবাইদুল হক নঈমীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন আন্‌জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মহাসচিব পীরে তরিকত সৈয়দ মছীহ উদ্‌ দৌলাহ্‌, আহলে সুন্নাত সম্মেলন সংস্থা (ওএসি)’র সভাপতি আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, ওএসি’র সেক্রেটারি শায়খুল হাদিস আল্লামা কাজী মুঈনুদ্দীন আশরাফী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এমএ মান্নান, মহাসচিব আল্লামা এমএ মতিন প্রমুখ। জানাযা পূর্বে স্মৃতি চারণ অনুষ্ঠানের সঞ্চালন করেন অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল।

বিভিন্ন মহলের শোক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি : অন্যতম শীর্ষ আলেম, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ এর চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (৭৮) মৃত্যুতে  গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ : জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ।

মেয়র আ জ ম নাছির উদ্দীন: অন্যতম শীর্ষ আলেম, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল : জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস ও আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও  শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সাবেক মেয়র এম মনজুর আলম : শায়খুল হাদীস আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমীর ইন্তেকালে শোক জানিয়েছেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম।

আলহাজ্ব দিদারুল আলম এমপি : শাইখুল হাদীস আল্লামা শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সীতাকুন্ড আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি।

আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট : আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর ইন্তেকালে আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নুরী, জেনারেল সেক্রেটারি অ্যাড. আব্দুর রশিদ দৌলতী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুহাম্মদ নুরুল হক, অর্থ সচিব জহির আহমদ সওদাগর, কাতার সভাপতি কাজী মুহাম্মদ ফোরকান রেজা, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মুহাম্মদ মিঞা জুনাইদ, মুহাম্মদত ফরিদুল আলম, মাওলানা আব্দুল কাদের রজভী, মুহাম্মদ আবুল হাসান, মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

মাইজভাণ্ডারী ট্রাস্ট : চট্টগ্রামের ষোলশহরে অবস্থিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার প্রবীণ শায়খুল হাদিস মাওলানা মুফতি ওবায়দুল হক নঈমীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী।

চট্টগ্রাম দরবার শরীফ : আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর ইন্তেকালে গভীর শোক, শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রচার প্রসারে, সুন্নীয়তের সাংগঠনিক অবস্থান সুদৃঢ় করণে এবং দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন মুফতি ওবাইদুল হক নঈমী। তার মৃত্যুতে সুন্নি জনতা একজন যোগ্য অভিভাবককে হারিয়েছে।

তৈয়্যবিয়া সুন্নিয়া মাদরাসা : মুফতি ওবায়দুল হক নঈমী (র.) এর ইন্তেকালে মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ মনজুর আলম মনজু, অধ্যক্ষ-সচিব মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভি, পরিচালনা পর্ষদ, কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

গাউসিয়া কমিটি : আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর (রহ.) ইন্তেকালে শোক প্রকাশ করেছেন গাউসিয়া কমিটি ঢাকা মহানগরের সভাপতি আব্দুল মালেক বুলবুল, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, ইউএই’র সিনিয়র সহ-সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক জানে আলম, দুবাই ইন্টারন্যাশনাল সিটির সভাপতি মুহাম্মদ ফারুক বাহাদুর, আবুধাবী রাজধানী শাখার সভাপতি আজিম উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক হাজী মুহাম্মদ শওকত আলী, দুবাই রাশেদিয়া শাখার সভাপতি জসিম উদ্দিন আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক আতাউর রহমান, মোছাফ্‌ফা শাখার সভাপতি জামাল মোহাম্মদ, সাধারণ সম্পাদক আবু তাহের, আজমান শাখার সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোবারক আলী, শারজাহ শাখার উপদেষ্ঠা নুরুল আলম, সভাপতি মুহাম্মদ এয়াছিন প্রমুখ।

রেজভীয়া দরবার : শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর ইন্তেকালে গভীর শোক, শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছে হালিশহর রেজভীয়া দরবার শরীফ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দরবারের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

অর্কিড সামাজিক উন্নয়ন সংস্থা : আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন অর্কিড সামাজিক উন্নয়ন সংস্থার আহ্বায়ক মুহাম্মদ নাজিম উদ্দিন খান ও সদস্য সচিব মুহাম্মদ ফরিদুল ইসলাম। গতকাল এক শোকবার্তায় সংস্থার নেতৃবৃন্দ বলেন, আল্লামা নঈমী আহলে সুন্নাত ওয়াল জামাআতের যেমন প্রচার প্রসার করেছেন, তেমনি দেশ-জাতির কল্যাণে সর্বদা ভূমিকাও রেখেছেন। তাঁর ইন্তেকালে জাতি একজন দেশপ্রেমিক আলেমকে হারালো, যা কখনও পূরণ হবার নয়।

বোয়ালখালী আহলা দরবার শরীফ : দেশের অন্যতম শীর্ষ আলেম আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর (র.) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বোয়ালখালীর আহলা দরবার শরীফের শাহজাদা মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন, মৌলানা মোহাম্মদ আমিনুল ইসলাম চাটগামী, অ্যাডভোকেট আবদুল মোনায়েম চৌধুরী।

এদিকে আমাদের আনোয়ারা প্রতিনিধি জানান, প্রখ্যাত আলেম আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমীর মৃত্যুতে তার জন্মস্থান আনোয়ারার সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে। দেশ বরেণ্য এ আলেমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সিনিয়র সহসভাপতি এসএম আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ হান্নান চৌধুরী মঞ্জু, আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, আবদুর রব চৌধুরী টিপু, আনোয়ারা উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি মো. হাসানুর রশিদ রিপন, ইউপি চেয়ারম্যান মো. সোলাইমান, শাহাদাত হোসেন চৌধুরী, জানে আলম, আহলে সুন্নাত ওয়াল জামা’আত আনোয়ারা উপজেলার সভাপতি কাজী মাওলানা মাহমুদুল হক নঈমী, সাধারণ সম্পাদক এস এম শাহজাহান, ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলার সভাপতি কাজী মাওলানা বদরুজ্জামান নঈমী, সাধারণ সম্পাদক মাস্টার আবদুল হালিম চৌধুরী, ইসলামী যুবসেনা আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদ সভাপতি মুহাম্মদ নুরুল করিম, ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদ সভাপতি শায়ের মুহাম্মদ আলী জিন্নাহ্‌ প্রমুখ।