সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করা ১৩  প্রার্থী 

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করা ১৩  প্রার্থী 
সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করা ১৩  প্রার্থী 

সীতাকুন্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী প্রার্থী হিসাবে ১৩জন মনোনয়ন নিয়েছিলেন। আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ১৩জনই মনোনয়নপত্র দাখিল করেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনের সহকারি রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহম্মদ।

আগামি ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে যদি কোন মনোনয়নপত্র বাতিল না হয়, তাহলে তারা প্রত্যেকে নির্বাচনের জন্য যোগ্যতা অর্জন করবেন। এছাড়া যাচাই-বাচাইকৃত প্রার্থীরা চাইলে আগামি ১০ ডিসেম্বর তাদের মনোনয়নপত্র প্রত্যাহারও করতে পারেন।

সংরক্ষিত ০১ (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) আসনে নারী কাউন্সিলর পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, লুৎফুন্নেসা , শামীমাআক্তার, আনোয়ারা বেগম, ফজিলাতুন্নেছা জোসনা ও মেহেরুন নেসা বেগম।

সংরক্ষিত ০২ (৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড) আসনে নারী কাউন্সিলর পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। যারা জমা দিয়েছেন, ফিরোজা বেগম, আলেয়া বেগম, হাজেরা বেগম, কামরুন নাহার ও শামীমা আক্তার।

সংরক্ষিত ০৩ (৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড) আসনে নারী কাউন্সিলর পদে তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন জেসমিন আক্তার, খালেদা আক্তার  ও  মাসুদা বেগম।