সীতাকুণ্ড পৌরসভার নির্বাচন: এলাকাবাসীর সেবা করতে জনগণের দোয়া চান মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

সীতাকুণ্ড পৌরসভার নির্বাচন: এলাকাবাসীর সেবা করতে জনগণের দোয়া চান মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

পোস্টকার্ড ডেস্ক ।। 

দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তারা এতই তৎপর যে খুব সকালেই তারা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। অনেক সময় প্রার্থীদের সালামে ঘুম ভাঙছে ভোটারদের। তারা বলছেন মেয়র-কাউন্সিলর নয় তারা এলাকার সেবক হতে চান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ২৮ ডিসেম্বর সীতাকুণ্ড পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। এরা হলেন আওয়ামীলীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর,  নাগরিক কমিটির মনোনিত প্রার্থী জহিরুল ইসলাম। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৫ জন। এদের মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করছেন ১২ জন।

সময় বেশি না থাকায় এসব প্রার্থীরা ব্যাপক প্রচারণা শুরু করেছেন। সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, খুব সকাল থেকে প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন। অনেক সময় প্রার্থীদের সালামে ঘুম ভাঙছে ভোটারদের। তবে এসব প্রচারণা উপভোগ করছেন সাধারণ মানুষ।

ঐ এলাকার ভোটার মো. নাসির উদ্দীন বলেন, প্রার্থীরা যে যখন সময় পাচ্ছেন তখনই এসে আমাদের সাথে দেখা করছেন। এটি তিনি উপভোগ করেন জানিয়ে বলেন, সবার প্রচারণায় এখন নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।

সকলেই এলাকাবাসীর সেবা করতে জনগণের দোয়া চান। এদিকে এভাবে প্রচারণা করতে গিয়ে অনেক প্রার্থী নির্বাচনী আচরণ বিধি ভেঙে বসছেন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা গাড়িতে, দেয়ালেসহ বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে দিয়েছেন। এতে বাধ্য হয়ে মঙ্গলবার অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার বুলবুল আহম্মদ বলেন, বিভিন্ন স্থানে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা গালিব অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহন ও দেওয়াল থেকে পোস্টার অপসারণ করিয়েছেন সংশ্লিষ্ট প্রার্থীদের দিয়ে। প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। আচরণ বিধি না মানলে ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে ।