সীতাকুণ্ডে ছাত্রদল নেতার বিরুদ্ধে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ

সীতাকুণ্ডে ছাত্রদল নেতার বিরুদ্ধে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ
সীতাকুণ্ডে ছাত্রদল নেতার অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ৫০ বছরের পুরানো একটি পুকুর স্থানীয় এক ছাত্রদল নেতার অবৈধভাবে ভরাটের অভিযোগ পাওয়া গেছে ।

উপজেলা ৫নং বাড়বকুণ্ড এস কে এম আলী চৌধুরী পাড়ার গ্রামের পেনজুর ছেলে বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শওকত সাহাদাতের বিরুদ্ধে ফকির আহমেদ বাড়ীর ৫০ বছরে পুরানো পুকুরটি অবৈধভাবে ভরাটের অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় গ্রামবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, এস কে এম আলী চৌধুরী পাড়ার ফকির আহমেদের বাড়ির ৫০ বছরের পুরানো পুকুরটি পাহাড় থেকে এবং বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে মাটি এনে পুকুর ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন সাহাদাত।

এ বিষয় জানতে চাইলে শাহাদাত জানান, বৈধভাবে অনুমতি নিয়েই পুকুর ভরাটের কাজ করে যাচ্ছেন তিনি।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের নির্বাহী পরিচালক মোয়াজ্জেম হোসেন জানান, বিষয়টি তিনি অবগত নন, তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রাশেদুল ইসলাম জানান,  সরজমিনে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।