সীতাকুণ্ডের এয়াকুবনগরে আগুনে পুড়ে গেছে দুই বসতঘর

সীতাকুণ্ডের এয়াকুবনগরে আগুনে পুড়ে গেছে দুই বসতঘর

সীতাকুন্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ড পৌরসভার এয়াকুবনগর গ্রামে আগুন লেগে একটি বাড়ির ভাড়া ঘরসহ মোট ৮ রুমের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১ মে) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এয়াকুব নগর গ্রামের হোসেন সওদাগর বাড়ির বাসিন্দা আয়েশা আক্তারের ঘরে হঠাৎ আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আয়েশার দুটি ঘরের ৮টি রুম পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘরের ভাড়াটিয়া আবু তাহের, মো. শহিদুল ইসলাম ও মো. ইমরানের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব কিছুই মহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের মাঝে ইফতার ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সরকারিভাবেও তাদের সহযোগিতা করার জ যথাসাধ্য চেষ্টা করবো।

সীতাকুণ্ড মডেল থানার এস আই টিবলু কুমার মজুমদার বলেন, ঘটনাটি দিনের বেলায় হলে আশপাশের সবাই এসে আগুন নেভাতে পারতেন। কিন্তু রাতে হওয়ায় কেউ জানতে পারেনি।