সীতাকুণ্ডের লতিফপুর থেকে মহাসড়কে ওঁৎ পেতে থাকা ৫ ডাকাত গ্রেফতার

সীতাকুণ্ডের লতিফপুর থেকে মহাসড়কে ওঁৎ পেতে থাকা ৫ ডাকাত গ্রেফতার
সীতাকুণ্ডের লতিফপুর থেকে মহাসড়কে ওঁৎ পেতে থাকা ৫ ডাকাত গ্রেফতার

পোস্টকার্ড নিউজ ।।

সীতাকুণ্ড উপজেলার লতিফপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে লতিফপুর পাকা রাস্তার মাথায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার মাহবুব আলমের ছেলে মাসুদ আলম ওরফে হিরো (২৩), সীতাকুণ্ডের ছলিমপুর এলাকার মৃত সোলায়মানের ছেলে মানিক ওরফে সোহেল (৩২), সীতাকুণ্ডের উত্তর ফকিরপাড়া এলাকার মৃত নজির আহম্মদের ছেলে মুহাম্মদ সাজু (৩৪), সীতাকুণ্ডের উত্তর ফকিরপাড়া এলাকার মো. আকরাম খানের ছেলে মো. শামসুল আরেফিন খান ওরফে হৃদয় (২৩) ও সীতাকুণ্ডের সমাদার পাড়া এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম কাজল (২৯)।

এদের মধ্যে মাসুদ আলম ওরফে হিরোর বিরুদ্ধে ১০টি মামলা, মানিক ওরফে সোহেলের বিরুদ্ধে ৩টি মামলা, সাজুর বিরুদ্ধে ৫টি মামলা, শামসুল আরেফিন খান ওরফে হৃদয়ের বিরুদ্ধে ৪টি মামলা এবং শফিকুল ইসলামের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, সীতাকুণ্ড উপজেলার আকবরশাহ্ থানার লতিফপুর পাকা রাস্তার মাথায় ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশিয় তৈরি অস্ত্র, গুলি ও ৭টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

পরে তাদেরকে নিয়ে সোনাইছড়ি রোড এলাকা ও সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে ৪টি চোরাই মোটরসাইকেল, ১টি দেশিয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১টি ল্যাপটপ, ৩টি ট্যাব, ২৩টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট, ১টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা,১টি লোহার হ্যান্ড পান্স, ১টি মিনি জেনারেটর, ৭টি রেইনবো রংয়ের কোটা, ১টি পুরাতন বৈদ্যুতিক চুলা,১টি ভিশন কোম্পানির এডজাষ্ট ফ্যান, ২টি ওয়ালটন কোম্পানীর স্ট্যাবিলাইজার, ১টি পুরাতন এয়ার প্রেসার মেশিন, ৫টি বিভিন্ন মডেলের পুরাতন ওয়াটার প্যাম্প, ১১টি কয়েল ক্যাবল, ২০টি বিভিন্ন মডেলের মোবাইল চার্জার, ২০টি বিভিন্ন মডেলের চার্জার ক্যাবল, ১৭টি বিভিন্ন মডেলের এয়ার ফোন, ৩টি হেডফোন, ১টি মাল্টি প্লাগ, ২টি রিমোট, ৫টি ডাটা ক্যাবল, ৭টি কার্ড রিডার, ১৭টি পয়েন্ট কানেক্টরসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, টোল রোড ও লিংক রোডে পথচারী ও যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট করা ছাড়াও বিভিন্ন বাড়ি ও দোকান থেকে মালামাল চুরি করতো। তাদের বিরুদ্ধে আকবরশাহ্ থানায় দুইটি নতুন মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;