সীতাকুণ্ডের সলিমপুরে লকডাউনে থাকা ১৬পরিবারের পাশে আলহাজ্ব দিদারুল আলম এম পি

সীতাকুণ্ডের সলিমপুরে লকডাউনে থাকা ১৬পরিবারের পাশে আলহাজ্ব দিদারুল আলম এম পি

মোহাম্মদ আলাউদ্দীন।।

সীতাকুণ্ডের ছলিমপুর কালু শাহ নগর এলাকায় লকডাউনকৃত পরিবারের জন্য আলহাজ্ব দিদারুল আলমের ব্যক্তিগত তহবিল থেকে ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দীন আজিজ ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম সহ স্হানীয় নেতৃবৃন্দের মাধ্যমে পৌঁছে দিলেন হরেক রকমের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।            

১০নং সলিমপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত কালুশাহ নগর ৫নং ওয়ার্ডের পূর্ব পাশে আব্দুর সত্তার এর বাড়ির করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি মোঃ নাজিমউদ্দীনের পরিবার ও আরো ১৫টি পরিবার হোম কোয়ারান্টাইনে আছেন।ঘর থেকে বের হওয়া বন্ধ ঘোষণা করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। ঐ এলাকায় বসবাস করা পরিবারের মধ্যে হতদরিদ্র ও দিনমজুর রয়েছে।বর্তমানে তাদের জীবনযাপন কষ্ট সাধ্য হয়ে পড়েছে।তাই  তাদের মাঝে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় বাজার পৌঁছে দেন আলহাজ্ব দিদারুল আলম এম পি  ।

করোনার এই খারাপ সময়ে সীতাকুণ্ডের স্থানীয় সাংসদ বিভিন্ন জায়গায় খেটে খাওয়া ও দুঃস্থ পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী ও ইফতার সামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছেন এবং তা অব্যাহত রয়েছে।

অন্যদিকে দিদারুল আলম ইতিমধ্যেই ঘোষণা দেন যখনই কেউ বিপদে পড়বে বা কষ্টে থাকবেন তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে খুব দ্রুত তাদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে এগিয়ে আসবেন।