সীতাকুন্ড পরিবার -পরিকল্পনা দপ্তর কর্মকর্তা শূন্য, কর্মীরা ঘুরে-ফিরে পার করছে সময়  

সীতাকুন্ড পরিবার -পরিকল্পনা দপ্তর কর্মকর্তা শূন্য, কর্মীরা ঘুরে-ফিরে পার করছে সময়  

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড ।।

সীতাকুন্ডে দীর্ঘ বছর ধরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার শূন্য পদ নিয়ে চলছে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ২০১৬ সালে বদলিজনিত কারনে কর্মকর্তার পদটি শূন্য হওয়ায় মাঠ পর্যায়ের কর্মকান্ডে নেমে এসেছে স্থবিরতা। এ পরিস্থিতিতে তদারকি না থাকায় অনেকটা ঘুরে ফিরে সময় পার করছে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের পরিবার-পরিকল্পনা কর্মীরা। এতে করে সমস্যার জ্বালে বন্ধি হয়ে প্রতিনিয়ত রোগে ভোগছেন মা, শিশু ও কিশোরীরা।

উপজেলা পৌরসভাসহ ৯টি ইউনিয়নের জনসাধারনে স্বাস্থ্য সেবায় একজন কর্মকর্তার অধীনে মাঠ পর্যায়ে কাজ করছে ইউনিয়ন ও ওয়ার্ড পরিদর্শক। মা, শিশু ও কিশোরী স্বাস্থ্য রক্ষায় এলাকা ভিত্তিক কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত থাকলেও সেবামানে সৃষ্টি হয়েছে দুরবস্থা। দীর্ঘ ৪ বছর উপজেলা কর্মকর্তার পদ শূন্য থাকায় তদারকি না থাকায় কর্তব্য কর্মে অবহেলায় তৈরী হওয়ায় সেবা বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ। এ অবস্থায় সেবা বঞ্চিত হয়ে চরম স্বাস্থ্যহানির আশংকা দেখা দিয়েছে। স্বাস্থ্য সেবায় নিয়োজিত লোকজনের কর্তব্যে অবহেলায় মা ও শিশুস্বাস্থ্য সেবা হুমকিতে পড়েছে বলে অভিযোগ স্থানীয় লোকজনের।

স্থানীয়রা বলেন,‘ পুরো মাসে একবারের জন্য দেখা মেলে না পরিবার পরিকল্পনা কর্মীদের। এতে মা,শিশু ও কিশোরী স্বাস্থ্য সেবা পরামর্শে ঘাটতি তৈরী হওয়ায় মা ও সন্তানদের নিয়ে প্রায় ঝুকির মুখে পড়তে হয়। মাঠ কর্মীরা চাকুরি ফাঁকি দিয়ে ঘুরে ফিরে সময় পার করায় সমস্যা জটির আকার ধারন করেছে বলে জানান তারা।

এদিকে, উপজেলা কর্মকর্তার শূন্য পদের সাথে ইউনিয়ন ও ওর্য়্ডা পর্যায়ে রয়েছে একাধিক পদ শূন্য। ওয়ার্ড ও ইউনিয়ন পরিদর্শকের পদ শূন্য থাকায় শূন্যর কৌটায় পৌচেছে স্বাস্থ্য সেবা। মাঠের কর্মকর্তারা কাজ না করে ঘুরে ফিরে সময় পার করায় প্রতিটি এলাকায় বাড়ছে মৃত্যুর ঝুকি। 

এ বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চট্টগ্রাম জেলা সহকারী পরিচলাক উখ্যে উইন বলেন,‘ নিয়োগ প্রক্রিয়া শুরু হলে পূরন হবে শূন্য পদ। কর্মকর্তা-কর্মচারী সংকটে কাজে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে বলে জানান তিনি।