সাহিত্য একাডেমি, নিউইয়র্ক'র নিয়মিত মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত

সাহিত্য একাডেমি, নিউইয়র্ক'র নিয়মিত মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত
সাহিত্য একাডেমি, নিউইয়র্ক'র নিয়মিত মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত

পলি শাহীনা , নিউইয়র্ক।।

গত ২৮ জুন শুক্রবার, জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে 'সাহিত্য একাডেমি, নিউইয়র্ক'র নিয়মিত মাসিক সাহিত্য আসরটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, তাঁকে সহযোগিতা করেন তাহমিনা খান এবং পলি শাহীনা।

শুরুতেই ছিল এই বছর প্রকাশিত নতুন বইয়ের পরিচয় পর্ব। আসরে উপস্থিত এ.বি.এম সালেহ উদ্দিন, বেনজির শিকদার, সুরিত বড়ুয়া, আবু সাঈদ রতন, সুমন শামসুদ্দিন, মনিজা রহমান, জেবুন্নেসা জ্যোৎস্না, সবিতা দাস, রওশন হক ও পলি শাহীনা নিজেদের বইয়ের সঙ্গে সকলের পরিচিয় করিয়ে দেন।

অনুষ্ঠানে ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ ফজলুর রহমান বলেন, সাহিত্য একাডেমি সাহিত্য বিষয়ক বিবিধ কার্যক্রমের মাধ্যমে নতুন পথে বাঁক নিচ্ছে, এটি গত মাসেও লক্ষ্য করেছি, এই মাসেও দেখছি। লেখকের ভালোবাসায় সাহিত্য একাডেমি প্রবাসে এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।  

নীরা কাদরী বলেন, খুব ভালো লাগছে সাহিত্য একাডেমির অনেকের নতুন বইয়ের সঙ্গে পরিচিত হয়ে। অভিনন্দন  সকলকে, আসছে বইমেলা হতে নতুন বইগুলো সংগ্রহ করব, এরচেয়ে বড় আনন্দের আর কী হতে পারে।

অধ্যাপিকা হুসনে আরা নতুন বইয়ের জন্য সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, যে কোন সৃজনই আনন্দময়। তাদের আনন্দ যেন আমারই আনন্দ, তাদের কথা যেন আমারই কথা। আমাদের সাহিত্য একাডেমি লেখকের ভালোবাসায় দীর্ঘজীবী হোক।

কবি হুসাইন কবির বলেন, আমি সৌভাগ্যবান, আজ সাহিত্য একাডেমিতে এসে অনেকের নতুন বইয়ের সঙ্গে পরিচিত হতে পেরেছি। তাদের বেশীরভাগের লেখা মনোযোগ দিয়ে আগে পড়েছি, তাদের লেখার সঙ্গে সখ্য রয়েছে। তিনি বলেন, সাহিত্য দীর্ঘ  সাধনার বিষয়, আত্মতুষ্টিতে ভুগবেন না।

লাইব্রেরিয়ান সেলিনা শারমিন কুইন্স লাইব্রেরির বিভিন্ন  তথ্য দিতে গিয়ে বলেন, আমি দীর্ঘদিন ধরে নিউইয়র্কে লাইব্রেরির সঙ্গে কাজ করছি। আনন্দের সংবাদ হলো, কুইন্স সেন্ট্রাল লাইব্রেরিতে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি কর্ণার করতে পেরেছি। আমরা চাই, বাংলা ভাষা, বাংলা সাহিত্যের আরো  বিস্তার ঘটুক, সেজন্য লেখকদের সহযোগিতা প্রয়োজন। একে অপরকে সহযোগিতার মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে এখানে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়া সম্ভব।

আসরে আরো কথা বলেন, মুমু আনসারী, মুনিয়া মাহমুদ, আম্বিয়া অন্তরা।

আবৃত্তি করেন, পারভীন সুলতানা, আনোয়ার হক লাভলু, তাহরিনা পারভীন প্রীতি,  ক্লারা রোজারিও।

স্বরচিত পাঠে ছিলেন, বেনজির শিকদার, মিনহাজ আহমেদ, রিমি রুম্মান, শওকত রিপন, সুমন শামসুদ্দিন, রওশন হক, তাহমিনা শহীদ, সৈয়দ আহমেদ জুয়েদ, তামান্না আহমেদ শান্তি, সবিতা দাস, আবু রায়হান প্রমুখ।

আসরে উপস্থিত ছিলেন,  মিশুক সেলিম, এনামুল হক দিপু, আকবর হায়দার কিরণ, উর্বি সাবিনা হাই, ওবায়দ্দুল্লাহ মামুন, শহীদ উদ্দিন, রুপা খানম, রিজিয়া সুলতানা, সাহা পলাশ, সেলিনা আক্তার, সমীরণ বড়ুয়া, সালেহা ইসলাম, নাসিমা আক্তার, মীর জাকির হোসেন, খোরশেদুল ইসলাম প্রমুখ।

সকলের প্রতি কৃতজ্ঞতা ও আগামী আসরের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন মোশাররফ হোসেন।

খালেদ / পোস্টকার্ড ;