হাম রুবেলা ক্যাম্পেইন আজ থেকে, 'ভ্যাকসিনই পৌঁছায়নি ১৪ উপজেলায়' আটকে গেল ১২ লাখ শিশুর টিকাদান,টিকা পাবে শুধুমাত্র নগরীর সাড়ে ৭ লাখ শিশু

হাম রুবেলা ক্যাম্পেইন আজ থেকে, 'ভ্যাকসিনই পৌঁছায়নি ১৪ উপজেলায়' আটকে গেল ১২ লাখ শিশুর টিকাদান,টিকা পাবে শুধুমাত্র নগরীর সাড়ে ৭ লাখ শিশু
হাম রুবেলা ক্যাম্পেইন আজ থেকে, 'ভ্যাকসিনই পৌঁছায়নি ১৪ উপজেলায়' আটকে গেল ১২ লাখ শিশুর টিকাদান,টিকা পাবে শুধুমাত্র নগরীর সাড়ে ৭ লাখ শিশু

পোস্টকার্ড ডেস্ক ।।

হাম রুবেলা ক্যাম্পেইন আজ থেকে অথচ ভ্যাকসিনই পৌঁছায়নি ১৪ উপজেলায় আর তাই আটকে গেল ১২ লাখ শিশুর টিকাদান তবে নগরীর শুধুমাত্র সাড়ে ৭ লাখ শিশু টিকা পাবে ।

আজ শনিবার থেকে ১৪ উপজেলায় ডাক-ঢোল পিটিয়ে ঘোষণা দেয়া হয়েছিল হাম-রুবেলার টিকা দেয়া হবে। ১২ লাখের অধিক শিশুকে এ টিকা দেয়ার কথা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জানানো হলেও গতরাত সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রামের কোন উপজেলাতেই পৌঁছায়নি হাম-রুবেলার টিকা। এ অবস্থায় উপজেলা পর্যায়ে টিকাদান কর্মসূচি আজ আর হচ্ছে না।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিও নিশ্চিত করেছেন, উপজেলা পর্যায়ে টিকাদান কর্মসূচি আপাতত হচ্ছে না। তবে শীঘ্রই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যদিও এ ক্যাম্পেইনের ভবিষ্যত নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

এদিকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় হাম-রুবেলার টিকাদান ঘোষণা মোতাবেক আজ থেকেই শুরু হচ্ছে। নগরীর সাড়ে সাত লক্ষাধিক শিশুকে (৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশু) হাম- রুবেলার টিকা দেয়ার লক্ষ্য রয়েছে সিটি কর্পোরেশনের। 

এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে ১৪ উপজেলায় আজ শনিবার থেকে এম আর ক্যাম্পেইন বাস্তবায়ন হবে বলে ঘোষণা দেয়া হয়। তবে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত খোঁজ নিয়ে জানা যায়, ১৪ উপজেলার কোনটিতেই পৌঁছায়নি টিকার কোন সরাঞ্জাম।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে ক্যাম্পেইন বাস্তবায়নে ভ্যাকসিনসহ কোন সরঞ্জামই পৌঁছায়নি। যার কারণে শুরুও করা হবে না হাম-রুবেলার ক্যাম্পেইন।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল রাতে গণমাধ্যমকে বলেন, ‘আমরা আপাততঃ সিটি কর্পোরেশন এলাকায় শুরু করবো। যেহেতু ৬ সপ্তাহের ক্যাম্পেইন, এরমধ্যে হয়তো স্বাস্থ্য সহকারীদের বিষয়টি সুরাহা হয়ে যাবে। তাদের সাথে আলাপ-আলোচনা চলছে। তবে তারা এ কাজে এগিয়ে না এলেও আগামী সপ্তাহ থেকে বিকল্পভাবে কার্যক্রম শুরু করা হবে। তাই ভ্যাকসিনসহ কোন সরঞ্জাম এখনও ছাড়া হয়নি।’

এদিকে, ১৪ উপজেলায় টিকাদান কার্যক্রম নিয়ে শঙ্কা তৈরি হলেও সিটি কর্পোরেশনের ৪১ ওয়ার্ডে আজ থেকে শুরু হবে হাম-রুবেলার ক্যাম্পেইন। নগরীর বন্দরটিলার মাতৃসদনে এ কার্যক্রম উদ্বোধন করবেন সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

প্রসঙ্গতঃ হাম-রুবেলা (এমআর) ক্যাম্পেইন বাস্তবায়ন করে থাকেন মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা। তবে বেতন বৈষম্য নিরসনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে চলা কর্মবিরতির কারণে এ কার্যক্রম বাস্তবায়ন নিয়ে শুরু হয় শঙ্কার। একদিকে স্বাস্থ্য বিভাগ থেকে এ ক্যাম্পেইন বাস্তবায়নের নানা পদক্ষেপ গ্রহণসহ আন্দোলনরতদের হুঁশিয়ারিও দিয়ে আসছে।

তবে স্বাস্থ্য সহকারীরা তাদের দাবিতে অনড় থাকায় টিকাদানসহ স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সেবাদানে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যার আঘাত হেনেছে হাম-রুবেলা (এমআর) ক্যাম্পেইনেও।