ফলাফল প্রত্যাখ্যান বিএনপি'র, আগামীকাল হরতাল

ফলাফল প্রত্যাখ্যান বিএনপি'র, আগামীকাল হরতাল
হরতাল আগামীকাল

নিজস্ব প্রতিবেদক ।।

দুই সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগে  ফলাফল প্রত্যাখ্যান করে আগামীকাল রবিবার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।

রাত ৮ টার পরে দলের নয়া পল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় ফখরুল দলের পক্ষ থেকে নির্বাচন প্রত্যাখ্যান করারও ঘোষণা দেন।

জনগণের ভোট লুট করে ফলাফল তাদের পক্ষে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমরা এই নির্বাচনের বিরুদ্ধে  প্রতিবাদস্বরূপ আগামীকাল সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকলকে হরতাল পালনের আহ্বান জানাচ্ছি।

ফখরুল বলেন, আমরা আশা করছি ঢাকাবাসী তাদের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে এ হরতাল পালন করবেন। আর গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করবেন।

সংবাদ সম্মেলনে ফখরুল আরো বলেন, আমাদের এ হরতালের আওতায় থাকবে না অ্যাম্বুলেন্স, ওষধবাহী গাড়ি, ওষধের দোকান, খাবার দোকান। আমরা সম্পূর্ণভাবে এ নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করছি। শুধু ঢাকায় এ হরতাল পালন করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।