৫ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ

৫ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ
৫ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ

নিজস্ব পতিবেদক।।

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর মধ্যে সরকারি অফিস-আদালত বন্ধের মেয়াদ বাড়ার পাশাপাশি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও বাড়ানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সরকার ৫ মে পর্যন্ত ‘সাধারণ ছুটি’ ঘোষণা করায় সেই অনুযায়ী সব শিক্ষা প্রতিষ্ঠান ওইদিন পর্যন্ত বন্ধ থাকবে। সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হলে পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সমন্বয় করা হবে এবং তা গণমাধ্যমকে জানানো হবে।‘

করোনাভাইসের প্রকোপ বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

এরপর ২৬ মার্চ থেকে সব অফিস আদালত ও যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করে সবাইকে যার যার বাড়িতে থাকতে বলা হয়।

সরকারি ভাষায় সেই ‘সাধারণ ছুটির’ মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার আদেশ জারি হয়েছে। সরকারি ছুটি বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও বাড়ানো হলো।

শিক্ষা প্রতিষ্ঠান টানা বন্ধ থাকায় পাঠদানের ধারাবাহিকতা রাখতে ২৯ মার্চ সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দেখানো শুরু করে সরকার। আর প্রাথমিকের ক্লাস শুরু হয় গত ৭ এপ্রিল।

এই ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর সংশ্লিষ্ট শিক্ষককে এসব বাড়ির কাজ দেখাতে হবে। মাধ্যমিকের শিক্ষার্থীদের বাড়ির কাজের ওপর প্রাপ্ত নম্বর তাদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।