অস্ট্রেলিয়ার প্রাচীন মসজিদে বাংলা কবিতার বই মিলেছে 

অস্ট্রেলিয়ার প্রাচীন মসজিদে বাংলা কবিতার বই মিলেছে 
অস্ট্রেলিয়ার প্রাচীন মসজিদে বাংলা কবিতার বই মিলেছে 

পোস্টকার্ড প্রতিবেদক ।।

অস্ট্রেলিয়ার প্রাচীন একটি মসজিদে ৫০০ পৃষ্ঠার একটি প্রচীন বাংলা কবিতার বইয়ের সন্ধান মিলেছে । প্রাচীন ওই বাংলা বইতে বাংলায় লেখা ছিল সুফিদের কবিতা!

অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রায় ১০০০ কিলোমিটার ভিতরে ব্লু মাউন্টেন পার হয়ে দুর্গম গহীন মরুভূমিতে ১৯৬০ সালে ব্রোকেন হিল হিস্টোরিকাল সোসাইটি একটি মসজিদের সন্ধান পায়। করোগেটেড আয়রন দিয়ে তৈরি এ লাল রঙের মসজিদটি তৈরি হয়েছিল ১৮৮৭ সালে।

বেশ কয়েক বছর আগে এখানে খুঁজে পাওয়া গিয়েছিল একটি প্রাচীন গ্রন্থ। পবিত্র কোরআন শরিফ মনে করে গ্রন্থটি সংরক্ষণ করা হচ্ছিল। কিন্তু অস্ট্রেলিয়ান-বাংলাদেশি গবেষক ড. সামিয়া খাতুন সেখানে গিয়ে দেখতে পান এটি আসলে বাংলা ভাষায় লেখা শত বছরেরও আগের একটি পুঁথি। তার উপর হাতে লেখা ছিল ‘The Holy Koran’।

প্রথম পাতা উলটেই হতবাক হয়ে পড়েন তিনি। কোরআন নয়, এ যে আদ্যোপান্ত একটা বাংলা বই। বইটির প্রকৃত নাম ‘কাসাসোল আম্বিয়া’। অর্থাৎ নবীদের কাহিনী।

বইটি কলকাতা থেকে প্রকাশিত হয় ১৮৬১ সালে। ড. সামিয়া খাতুনের পাওয়া বইটি ছিল ১৮৯৫ সালে প্রকাশিত অষ্টম সংস্করণ। এ বইয়ের কবিতাগুলো শ্রোতাদের কাছে উচ্চস্বরে গাওয়ার জন্য লেখা হয়েছিল।

ড. খাতুন তার গবেষণায় দেখেছেন, বহু জাহাজি সে সময় ওই এলাকায় গিয়েছিলেন। উটের ব্যবসার সঙ্গেও জড়িত ছিল বহু বাঙালি। অনেক বাঙালি সে সময় আয়ার কাজ করতে সেখানে গিয়েছিলেন বলেও উঠে এসেছে তার গবেষণায়।